রঙিন জামায় হাসি ফোটাল মিরপুরসভা

রঙিন জামায় হাসি ফোটাল মিরপুরসভা
রঙিন জামায় হাসি ফোটাল মিরপুরসভা


শিশুদের আনন্দ কি রঙিন জামা ছাড়া পূরণ হয়। ঈদের আনন্দকে রাঙিয়ে দিতে মিরপুরের সুবিধাবঞ্চিত শিশুদের ৫২০টি রঙিন জামা বিতরণ করে প্রথম আলো মিরপুর বন্ধুসভা। শুক্রবার বেলা ১১টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুরা জামা পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে।

রঙিন জামায় হাসি ফোটাল মিরপুরসভা
রঙিন জামায় হাসি ফোটাল মিরপুরসভা


সাত বছরের শিশু আফসানা বলে, সে জানত না যে এবার ঈদে নতুন জামা পাবে কি না, এটাই এই ঈদে তার প্রথম জামা। পাঁচ বছরের ছোট্ট শিশু শাহাদাত রঙিন জামা পরে খুশিতে মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে গিয়ে মাটিতে গড়াগড়ি দেয়।

রঙিন জামায় হাসি ফোটাল মিরপুরসভা
রঙিন জামায় হাসি ফোটাল মিরপুরসভা


১০ বছরের শান্ত জামা পেয়ে আরও শান্ত হয়ে জামা বুকের মধ্যে আঁকড়ে ধরে এক পাশে গুটিসুটি হয়ে বসে পড়ে।

রঙিন জামায় হাসি ফোটাল মিরপুরসভা
রঙিন জামায় হাসি ফোটাল মিরপুরসভা


প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি দন্ত্যস রওশন বলেন, প্রতিবছরের মতো এ বছরও সারা দেশের বন্ধুসভার বন্ধুরা ‘একটি করে রঙিন জামা কর্মসূচি’র মাধ্যমে ১৫ হাজার অসহায় শিশুর মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছেন।

রঙিন জামায় হাসি ফোটাল মিরপুরসভা
রঙিন জামায় হাসি ফোটাল মিরপুরসভা


মিরপুরসভার সভাপতি শেখ মামুন বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের কাছে ঈদের আনন্দ পৌঁছে দিতে পেরে বন্ধুরা নিজেরাও শিশুদের হাসিমুখে ঈদের প্রকৃত আনন্দ খুঁজে পেয়েছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মিরপুরসভার সাধারণ সম্পাদক অনুপ কুমার, সাংগঠনিক সম্পাদক আলী রানা, জুয়েল মল্লিক, মেহেদী হাসান, হোসাইন নোমান, জাহিদুর রহমান, প্রদীপ তালুকদার, মনির হোসেন, ফাহিম ও আশিক। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সামসুল কাউনান, সিপ বাংলাদেশের ফারজানা রহমান, ইশরাক, পাপ্পু, মহসিন জামান, হৃদয়, মো. হোসেন, বাঁধন, চমক, মেহেদী, মোহাইমেনুর রহমানসহ আরও অনেক বন্ধু।