মাদারীপুরে রঙিন জামা পেয়ে খুশি সুবিধাবঞ্চিত ১০৭ শিশু

মাদারীপুরে রঙিন জামা পেয়ে খুশি সুবিধাবঞ্চিত ১০৭ শিশু
মাদারীপুরে রঙিন জামা পেয়ে খুশি সুবিধাবঞ্চিত ১০৭ শিশু


মরিয়মরা দুই বোন এক ভাই। তার বাবা সেলিম শরীফ দিনমজুর। মা ঘরে অসুস্থ। বাবার রোজগারেই কোনো রকমে সংসার চলে ওদের। দুমুঠো ভাতের জন্যই যেখানে নিরন্তর সংগ্রাম, সেখানে তিন ভাইবোনের জন্য ঈদে নতুন জামা কেনাটা একেবারেই অসম্ভব ছিল। কিন্তু ঈদের আগে তাদের নতুন রঙিন জামা পরিয়ে দিলেন প্রথম আলো মাদারীপুর বন্ধুসভার সদস্যরা।

মাদারীপুরে রঙিন জামা পেয়ে খুশি সুবিধাবঞ্চিত ১০৭ শিশু
মাদারীপুরে রঙিন জামা পেয়ে খুশি সুবিধাবঞ্চিত ১০৭ শিশু


শুধু মরিয়ম নয়, ওর মতো সুবিধাবঞ্চিত আরও ১০৬ জন শিশু ঈদের আগে রঙিন জামা পেয়ে আনন্দে আত্মহারা। শুক্রবার সকালে মাদারীপুর শহরের শকুনি লেকের শহীদ কানন চত্বরে মাদারীপুর বন্ধুসভার পক্ষ থেকে রঙিন জামা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই মায়ের হাত ধরে শিশুরা ভিড় জমাতে থাকে। পোশাকের মাপ অনুযায়ী বন্ধুসভার সদস্যরা প্রতিটি শিশুর গায়ে পরিয়ে দেওয়া হয় নতুন জামা। ঈদের আগে এই নতুন জামা পেয়ে ওদের মধ্যে খুশির জোয়ার বয়ে যায়। শিশুদের মুখে ফুটে ওঠে অনাবিল হাসি। পাশাপাশি সন্তানদের পরনে রঙিন পোশাক দেখে খুশি হন তাদের মায়েরা। এক সপ্তাহ ধরে বিভিন্ন এলাকা ঘুরে সুবিধাবঞ্চিত শিশুদের তালিকা প্রস্তুত করেন বন্ধুসভার সদস্যরা।

মাদারীপুরে রঙিন জামা পেয়ে খুশি সুবিধাবঞ্চিত ১০৭ শিশু
মাদারীপুরে রঙিন জামা পেয়ে খুশি সুবিধাবঞ্চিত ১০৭ শিশু


সন্তানদের গায়ে নতুন পোশাক দেখে আনন্দে আত্মহারা সেলিম শরীফ। তিনি জানান, তার বড় মেয়ে মরিয়ম ষষ্ঠ শ্রেণিতে পড়ে, মেজ মেয়ে জান্নাতুল শিশু শ্রেণিতে আর ছোট ছেলে আলিফ প্রথম শ্রেণির ছাত্র। সংসার ও ছেলে মেয়েদের পড়ালেখা খরচ চালানোর পরে প্রতি মাসে ধারদেনা করে চলতে হয়। তিনি বলেন, ‘এইবার ঈদে বাচ্চারা কইছিল, আব্বা, নতুন জামা কিনা দিবা না? আমি চুপ করে ছিলাম। ওগের আম্মার লগে কথা কইলাম। ওর আম্মায় কইল, এইবার ঈদে নতুন জামা ফিন্দা লাগব না। পরে আপনেরা ওগের জমা পরিয়ে দিলেন। আমি মেলা খুশি হইছি।’

রঙিন জামা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি নাজিমউদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মণ্ডল, প্রথম আলো মাদারীপুর প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা অজয় কুণ্ডু, বন্ধুসভার উপদেষ্টা সুবর্ণ হীরা, সহসভাপতি খোন্দকার আবু আহম্মেদ ফিরোজ, সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হাসান, সাহিত্য সম্পাদক মাসুদ সুমন, প্রশিক্ষণ সম্পাদক আরিফুর রহমান, পাঠচক্র সম্পাদক আবদুল হক, মানবসম্পদ সম্পাদক বাঁধন খান, পাঠাগার সম্পাদক আয়শা আক্তার, পরিবেশ সম্পাদক আসমা আক্তার, লুনা বৈদ্য, সাইফুল ইসলাম, জয় খান, মেহেদী হাসান, মিরাজ হোসেন, রাকিবুল ইলসাম। এ ছাড়া উপস্থিত ছিলেন দুরন্ত মাদারীপুর নামের একটি সংগঠনের সভাপতি মাসুদ পারভেজ।