শ্রমজীবী বাবাদের মুখে হাসি ফোটালেন বন্ধুরা

শ্রমজীবী বাবাদের মুখে হাসি ফোটালেন বন্ধুরা ।
শ্রমজীবী বাবাদের মুখে হাসি ফোটালেন বন্ধুরা ।


৬০ বছর বয়সী ইমতিয়াজ আলী। বাড়ি রংপুর, থাকেন চট্টগ্রামের ডেবার পাড় এলাকায়। তিন ছেলে ও দুই মেয়ে বিয়ে করে যে যার মতোই আছেন। বাবা-মায়ের কোনো খোঁজ নেন না তাঁরা। তাই রিকশা চালিয়ে সংসার চালান ইমতিয়াজ আলী। বিশ্ব বাবা দিবস উদ্‌যাপন উপলক্ষে ইমতিয়াজ আলীর মতো শ্রমজীবী বাবাদের মুখে হাসি ফুটিয়েছেন প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা। ৪০ জন রিকশাচালক বাবার হাতে গামছা তুলে দিয়ে বাবা দিবসের শুভেচ্ছা জানান তাঁরা। রিকশাচালক বাবাদের নিয়ে ব্যতিক্রমী এই আয়োজন করে চট্টগ্রাম বন্ধুসভা।
রোববার দুপুর ১২টা থেকে শুরু হয় গামছা বিতরণ কার্যক্রম। চট্টগ্রামের গুলজার মোড় এলাকায় প্রথমে শ্রমজীবী বাবাদের বাবা দিবসের শুভেচ্ছা জানান বন্ধুরা। এরপর চকবাজারের কাঁচাবাজার, তেলিপট্টি মোড়, অলি খাঁ মসজিদ মোড় এলাকায় হেঁটে হেঁটে শ্রমজীবী বাবাদের শুভেচ্ছা জানান বন্ধুরা। তাঁদের উপহার দেন নিত্যপ্রয়োজনীয় উপকরণ গামছা।

শ্রমজীবী বাবাদের মুখে হাসি ফোটালেন বন্ধুরা ।
শ্রমজীবী বাবাদের মুখে হাসি ফোটালেন বন্ধুরা ।


শুভেচ্ছা পেয়ে কেউ হেসেছেন, আবার কারও চোখে ছিল বিস্ময়। রিকশাচালক বশির উদ্দিন বলেন, ‘৪৫ বছরের জীবনে এখনো পর্যন্ত কেউ কখনো বাবা দিবসের শুভেচ্ছা জানায়নি। নিজের সন্তানেরা আমাকে ভালোবাসে খুব। সেটি বুঝতে পারি। তারা জানে না বলে কখনো শুভেচ্ছা জানাতে পারেনি। আজকে বন্ধুদের শুভেচ্ছা বার্তা পেয়ে কেমন যেন লাগছে।

শ্রমজীবী বাবাদের মুখে হাসি ফোটালেন বন্ধুরা ।
শ্রমজীবী বাবাদের মুখে হাসি ফোটালেন বন্ধুরা ।


 গামছার চেয়েও এই ভালোবাসাটাই দামি।’ পথচারীদেরও প্রশংসা কুড়িয়েছে চট্টগ্রাম বন্ধুসভার এই কার্যক্রম। বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুল আজিজের কণ্ঠে উচ্ছ্বাস এই কার্যক্রম দেখে। তিনি বলেন, ‘সত্যি আপনারা অনেক ভালো। আপনারা যেসব কাজ করেন, সবাই যদি এভাবে দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করত, তবে আরও ভালো হতো।’ এ আয়োজনের সমন্বয়কারী ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধু নুরুজ্জামান খান ও ফয়সাল হাওলাদার। তাঁরা বলেন, ‘বাবা দিবস উদ্‌যাপন কীভাবে করব সেটি ভাবতে গিয়ে এই আইডিয়াটা মাথায় এল। প্রচণ্ড গরমে রিকশাচালকদের জন্য গামছা প্রয়োজনীয় একটি উপকরণ।

শ্রমজীবী বাবাদের মুখে হাসি ফোটালেন বন্ধুরা ।
শ্রমজীবী বাবাদের মুখে হাসি ফোটালেন বন্ধুরা ।


 শ্রমজীবী বাবাদের বাবা দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে তাঁদের যে ভালোবাসা পেয়েছি, সেটি আমাদের প্রেরণা দিয়েছে। গামছা বিতরণ কার্যক্রমে অংশ নেন বন্ধু নুরুজ্জামান খান, ফয়সাল হাওলাদার, ইব্রাহীম তানভীর, মাসুদ রানা, জয়নাল আবেদীন, পল্লবী খাস্তগীর, তাহমিনা সানজীদা, স্বস্তিকা সেনগুপ্ত ও নূর ইশরাত জামিল।