নারায়ণগঞ্জে দিনব্যাপী কর্মশালা

নারায়ণগঞ্জে দিনব্যাপী তৈরি হও, এগিয়ে যাও কর্মশালা
নারায়ণগঞ্জে দিনব্যাপী তৈরি হও, এগিয়ে যাও কর্মশালা


‘জীবনে কষ্ট করার মানসিকতা থাকতে হবে। নিজেকে গড়তে হলে আত্মবিশ্বাস, মনোবল ও স্বপ্ন থাকতে হবে। তাই সবার জীবনে একটা কিছু করার স্বপ্ন থাকা দরকার। নিজেকে ভালোবাসতে হবে। ভেঙে পড়লে চলবে না। এখনই উৎকৃষ্ট সময় নিজেকে গড়ার।’ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ নগরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার মিলনায়তনে দিনব্যাপী ‘তৈরি হও এগিয়ে যাও’ কর্মশালায় ক্যারিয়ার-বিষয়ক প্রশিক্ষণার্থীদের বক্তব্যে এসব পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ।

নারায়ণগঞ্জে দিনব্যাপী তৈরি হও, এগিয়ে যাও কর্মশালা
নারায়ণগঞ্জে দিনব্যাপী তৈরি হও, এগিয়ে যাও কর্মশালা


কর্মশালায় ‘সংগঠকের ভূমিকা ও নেতৃত্ব, লেখক যদি হতে চাও, শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি, আইটিতে চাই দক্ষতা, অনুষ্ঠান উপস্থাপনা, কেন করব বিতর্ক, ক্যারিয়ার কথা—এই সাত বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেন প্রশিক্ষকেরা। কর্মশালায় প্রথম আলো বন্ধুসভা জাতীয় পর্ষদ, ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ বন্ধুসভাসহ বিভিন্ন স্কুল ও কলেজের ১৯০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।

কর্মশালায় বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি দন্ত্যস রওশন। প্রথম আলো নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি আফরিন সুলতানা জেমীর সভাপতিত্বে কর্মশালায় ‘কেন সাংস্কৃতিক চর্চা’ বিষয়ে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, ‘ক্যারিয়ার কথা’ ও ‘সংগঠকের ভূমিকা ও নেতৃত্ব’ বিষয়ে বক্তব্য দেন মুমিত আল রশিদ, ‘আইটিতে দক্ষতা’ বিষয়ে বলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ, ‘শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি’ বিষয়ে সাইদুল হাসান ও হাসান সালেহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিবেট ক্লাবের যুগ্ম সম্পাদক রিদিতা তাসনিম ‘সবার জন্য বিতর্ক’ বিষয়ে বলেন।

নারায়ণগঞ্জে দিনব্যাপী তৈরি হও, এগিয়ে যাও কর্মশালা
নারায়ণগঞ্জে দিনব্যাপী তৈরি হও, এগিয়ে যাও কর্মশালা


এ ছাড়া প্রথম আলো বন্ধুসভা জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান, ঢাকা মহানগরের উল্কা চৌধুরী, ইসরাত জাহান প্রিয়াংকা। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে দন্ত্যস রওশন বলেন, কোনো বিষয়ে ভালোভাবে জানতে হলে কিংবা রপ্ত করতে চাইলে প্রশিক্ষণ গ্রহণের বিকল্প নেই। এই প্রশিক্ষণ কর্মশালার বিভিন্ন বিষয় থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, যা আপনাদের চলার পথে কাজে আসবে। তিনি লেখক হতে চাইলে কী করতে হবে, সেসব বিষয় তুলে ধরে প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য তুলে ধরেন।

নারায়ণগঞ্জে দিনব্যাপী তৈরি হও, এগিয়ে যাও কর্মশালা
নারায়ণগঞ্জে দিনব্যাপী তৈরি হও, এগিয়ে যাও কর্মশালা


রফিউর রাব্বি বলেন, ‘সংস্কৃতির মধ্যেই মানুষের বসবাস। সংস্কৃতিচর্চার বাইরে আসলে কোনো মানুষ নেই। সংস্কৃতির কাজ হচ্ছে মনুষ্যত্ব ফিরে পাওয়ার প্রক্রিয়ার মধ্যে নিজেকে নিয়োজিত রাখা। সব ধর্ম-বর্ণনির্বিশেষে যত মানুষ রয়েছে, সব মানুষকে নিয়ে আমরা থাকব, আমরা বাঁচব—এটিই হচ্ছে মনুষ্যত্বের কথা, এটি হচ্ছে সংস্কৃতির কথা।’

নারায়ণগঞ্জে দিনব্যাপী তৈরি হও, এগিয়ে যাও কর্মশালা
নারায়ণগঞ্জে দিনব্যাপী তৈরি হও, এগিয়ে যাও কর্মশালা


কর্মশালায় অংশ নেওয়া নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহমুদুন নবী বলেন, ‘কর্মশালা থেকে বেসিক বিষয়গুলো আমরা জানতে পেরেছি, যা আমাদের জীবনের সামনের দিনগুলোতে সিদ্ধান্ত নিতে কাজে লাগবে।’ একই কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা বলেন, ‘বিতর্ক ও আবৃত্তি আমার খুব ভালো লাগে। কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে তেমন ভালো জানা ছিল না। কিন্তু কর্মশালায় সেই বিষয় সম্পর্কে জানতে পেরেছি।’

নারায়ণগঞ্জে দিনব্যাপী তৈরি হও, এগিয়ে যাও কর্মশালা
নারায়ণগঞ্জে দিনব্যাপী তৈরি হও, এগিয়ে যাও কর্মশালা


এসএসসি পরীক্ষার্থী তূর্য সাহা বলেন, ‘বিতর্ক ও ফ্রিল্যান্সিং এবং আইসিটি বিষয়গুলো আমার ভালো লাগে। এ বিষয়গুলো কর্মশালা থেকে জানতে পেরেছি।’ কর্মশালার বিভিন্ন পর্বে প্রশ্ন ও উত্তর প্রদানকারী, গান পরিবেশনের জন্য বই বিতরণ করা হয়। এ ছাড়া নারায়ণগঞ্জ বন্ধুসভার সদস্যরা ‘চ্যাটিং ডেটিং অতঃপর’ নামে মাইম পরিবেশন করেন। পরে বিকেলে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণের পর অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানের সহযোগিতায় ছিল বিসমিল্লাহ্ টেলিকম সার্ভিস লিমিটেড।

বিসমিল্লাহ্ টেলিকম সার্ভিস লিমিটেড
বিসমিল্লাহ্ টেলিকম সার্ভিস লিমিটেড