ড্যাফোডিল বন্ধুসভার সাহিত্য আড্ডা

ড্যাফোডিল বন্ধুসভার সাহিত্য আড্ডা
ড্যাফোডিল বন্ধুসভার সাহিত্য আড্ডা

লেখালেখির অভ্যাস আমাদের সবারই একটু–আধটু থাকে। কিন্তু বেশির ভাগ সময়েই নিজেদের লেখার মান নিজেরা যাচাই করতে পারি না, নিজেদের ভুলভ্রান্তিগুলোও নিজেরা ধরতে পারি না। যার কারণে সৃজনশীল লেখাগুলোয় উন্নতি ততটা হয় না। নিজেদের লেখাগুলো যদি সবার সামনে উপস্থাপন করা যায়, তাহলে সবার কাছ থেকেই নিজের লেখা সম্পর্কে কিছু না কিছু মন্তব্য পাওয়া যায়। যার মাধ্যমে নিজের লেখায় যদি কোনো ভুল থাকে, সেগুলো শুধরানোর পাশাপাশি আরও ভালো লেখার জন্য পাওয়া যায় উৎসাহ। যা কিনা ভবিষ্যৎ লেখক হওয়ার জন্য হয়ে উঠতে পারে অন্যতম পাথেয়।

ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভা ২৪ জুন আয়োজন করেছিল ‘স্বরচিত সাহিত্য আড্ডা’। যার মূল উদ্দেশ্য ছিল নিজেদের লেখার মান যাচাই ও মানোন্নয়ন। অংশগ্রহণকারী বন্ধুরা নিজেদের লেখা সবার সামনে উপস্থাপন করেন এবং অনুষ্ঠানে আগত সবাই প্রতিটি লেখার বিষয়ে নিজেদের মন্তব্য তুলে ধরেন। এসব লেখার মধ্যে ছিল কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, সাম্প্রতিক বিষয় নিয়ে ফিচার ও চিঠি।