সিলেটে তরুণদের নিয়ে দিনব্যাপী কর্মশালা

সিলেট জেলা পরিষদ মিলনায়তনে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ও সিলেট বন্ধুসভার যৌথ উদ্যোগে ‘তৈরি হও, এগিয়ে যাও’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে আড়াই শর বেশি তরুণ অংশ নেন। সিলেট, ২৮ জুন। ছবি: প্রথম আলো।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ও সিলেট বন্ধুসভার যৌথ উদ্যোগে ‘তৈরি হও, এগিয়ে যাও’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে আড়াই শর বেশি তরুণ অংশ নেন। সিলেট, ২৮ জুন। ছবি: প্রথম আলো।

জীবনে চলার পথে যত প্রতিবন্ধকতাই আসুক না কেন, তরুণদের কখনোই পিছু হটলে চলবে না। সততা, নিষ্ঠা, একাগ্রতা, আত্মবিশ্বাস আর স্বপ্ন থাকলে সব তরুণই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তারুণ্যের রীতিই হচ্ছে যেকোনো খারাপ পরিস্থিতিকে সামাল দিয়ে ওঠা আর মানসিকভাবে কখনোই ভেঙে না পড়া।

সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আজ শুক্রবার দিনব্যাপী ‘তৈরি হও, এগিয়ে যাও’ শীর্ষক কর্মশালায় প্রশিক্ষকেরা উপস্থিত তরুণ প্রশিক্ষণার্থীদের উদ্দেশে এসব কথা বলেন। প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ও সিলেট বন্ধুসভার যৌথ উদ্যোগে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রায় আড়াই শর বেশি তরুণ অংশ নেন।

কর্মশালায় ‘সংগঠকের ভূমিকা ও নেতৃত্ব’, ‘ক্যারিয়ার কথা’, ‘সবার জন্য বিতর্ক’, ‘আইটিতে চাই দক্ষতা’, ‘লেখক যদি হতে চাও’, ‘শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি’ এবং ‘ফটোগ্রাফি’—এই সাত বিষয়ে প্রশিক্ষণ দেন প্রশিক্ষকেরা। কর্মশালায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট এমসি কলেজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, কুলাউড়া ও জুড়ী বন্ধুসভার সদস্যরা ছাড়াও সিলেটের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

কর্মশালায় ছিল প্রশ্নোত্তর পর্ব। ভালো প্রশ্ন ও উত্তর প্রদানকারীদের বই উপহার দেওয়া হয়। সিলেট, ২৮ জুন। ছবি: প্রথম আলো।
কর্মশালায় ছিল প্রশ্নোত্তর পর্ব। ভালো প্রশ্ন ও উত্তর প্রদানকারীদের বই উপহার দেওয়া হয়। সিলেট, ২৮ জুন। ছবি: প্রথম আলো।

শুক্রবার সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভা সিলেটের সভাপতি শাহ সিকান্দর শাকির। উদ্বোধনী পর্বে বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন বলেন, ‘তৈরি হও, এগিয়ে যাও’ এই স্লোগানের মধ্য দিয়ে আমরা তরুণদের নানা বিষয়ে প্রশিক্ষিত করার চেষ্টা করছি। এ প্রশিক্ষণ নিয়ে তরুণেরা সামনে এগিয়ে যাবে, সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে।’

কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ ও নাজমুল হাসান, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সাইদুল হাসান, সংবাদ পাঠক জাফর সাদিক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ, আলোকচিত্রী সৈকত বরণ শীল, আবৃত্তিকার মোহতারিমা রহমান, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের রবিউল ইসলাম ও রিদিতা তাহসিন। অনুষ্ঠানের এক ফাঁকে সিলেটের ব্যবসায়ী-উদ্যোক্তা ও খাবারের অভিজাত রেস্তোরাঁ উনদালের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন বাবলু বক্তব্য দেন। তিনি তরুণদের মানবিক ও দেশপ্রেমী হওয়ার আহ্বান জানান।

কর্মশালায় ভালো প্রশ্ন ও উত্তর প্রদানকারীদের বই উপহার দেওয়া হয়। এ ছাড়া সিলেট বন্ধুসভা ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার সদস্যরা দলীয় সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। এ পর্বে একক পরিবেশনায় অংশ নেন সিলেট বন্ধুসভার সদস্য তন্বী সূত্রধর, মেহেরিন ঝুমু, পল্লবী চক্রবর্তী প্রমুখ। গান পরিবেশনকারীদের জন্য উপহার হিসেবে ছিল বই।

শুক্রবার বিকেলে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল বিসমিল্লাহ্ টেলিকম সার্ভিস লিমিটেড।