পেন্সিলে আঁকা পরী

ভৈরব বন্ধুসভার পাঠচক্র হয়েছে ‘পেন্সিলে আঁকা পরী’ বইটি নিয়ে
ভৈরব বন্ধুসভার পাঠচক্র হয়েছে ‘পেন্সিলে আঁকা পরী’ বইটি নিয়ে


ভৈরব বন্ধুসভার এবারের পাঠচক্র হয়েছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘পেন্সিলে আঁকা পরী’ বইটি নিয়ে। পাঠের আসর বসে বৃহস্পতিবার বিকালে প্রথম আলো ভৈরব কার্যালয়ে। পাঠচক্রের বিষয় বন্ধুদের ১০ দিন আগেই জানিয়ে দেওয়া হয়। কয়েক দিনের মধ্যে বন্ধুরা বেশ কয়েকটি বই সংগ্রহ করেন।

ভৈরব বন্ধুসভার পাঠচক্র হয়েছে ‘পেন্সিলে আঁকা পরী’ বইটি নিয়ে
ভৈরব বন্ধুসভার পাঠচক্র হয়েছে ‘পেন্সিলে আঁকা পরী’ বইটি নিয়ে


প্রথম আলো ভৈরব কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, বন্ধুসভার সভাপতি আসাদুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক আল আমিন তুষার শুরুতে আগত বন্ধুদের স্বাগত জানান। মুক্ত আলোচনায় উঠে আসে উপন্যাসটির নানা দিক। মূল আলোচনা শেষে আয়োজন করা হয় কুইজ পর্বের।

পাঠচক্রবিষয়ক সম্পাদক, ভৈরব বন্ধুসভা