দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

৫ জুলাই বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আয়োজনে অনুষ্ঠিত হয় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
৫ জুলাই বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আয়োজনে অনুষ্ঠিত হয় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা


৫ জুলাই, শুক্রবার রাজধানী কারওয়ান বাজারের সিএ ভবনের পঞ্চম তলায় বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আয়োজনে অনুষ্ঠিত হয় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা।
কর্মশালায় অংশ নেন ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ঢাকার বাইরের কয়েকজন শিক্ষার্থীরা।

৫ জুলাই বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আয়োজনে অনুষ্ঠিত হয় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
৫ জুলাই বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আয়োজনে অনুষ্ঠিত হয় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা


বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশনের সঞ্চালনায় সকাল ১০টায় শুরু হয়ে এই কর্মশালা চলে দুপুর পর্যন্ত।
প্রশিক্ষণ কর্মশালার বিষয় ছিল জীবন গঠনের উপায়, সবার জন্য বিতর্ক, শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি। এ তিনটি বিষয়ে আলোচনা করেন বক্তারা।
শুরুতে জীবন গঠনের উপায়—এ বিষয়ে আলোচনা করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সদস্য এজাজ উর রহমান।
বেলা ১১টায় শুরু হয় বিতর্ক বিষয়ে আলোচনা। সবার জন্য বিতর্ক—এ বিষয়ে আলোচনা করেন ও প্রশিক্ষণার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন বিতার্কিক কৌশিক সুর ও রিদিতা তাহসিন অদিতি।
দুপুর ১২টায় শুরু হয় শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি। শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তির মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন ঢাকা মহানগর বন্ধুসভার সহসভাপতি মোহতারিমা রহমান ও হাসান সালেহ।
প্রশিক্ষণ কর্মশালাটি শেষ হবে ৬ জুলাই।