গাছের বিকল্প নেই

গাছ মানুষের পরম বন্ধু। গাছ থেকে জীবন ধারণের  প্রয়োজনীয় উপাদান পাই। সুতরাং পরিবেশে গাছের বিকল্প নেই। হোক না সেটি চারাগাছ বা বৃহৎ গাছ। একটি চারা থেকে একটি বৃহৎ বৃক্ষ হতে পারে। তখন এই বৃক্ষ থেকে ফলসহ মূল্যবান কাঠ পাওয়া যাবে। এই গাছের ছায়াতে হয়তো কোনো পথিক আশ্রয় নেবে। কোনো পাখি আবাসস্থল বানাবে।
একটা শিশুকে যেমন পরিচর্যা করে বড় করে তুলতে হয়, ঠিক একটা চারাগাছকেও যত্ন করে তুলতে হয়। এ জন্য  শুরু থেকে চারাগাছের নিয়মিত পানি প্রদান, আগাছা দমন, সার প্রদান করতে হবে। দেশকে সবুজে পরিপূর্ণ করতে চারাগাছই প্রধান ভূমিকা পালন করে। সহজে ও কম দামে বাসার আশপাশে চারাগাছ পাওয়া যায়। ছোট ছেলেমেয়েরা টিফিনের টাকা জমিয়ে চারাগাছ কিনে বাসার ছাদে রোপণ করে। দেশের ভারসাম্য রক্ষা করতে সবাই যদি একটি করে  চারাগাছ রোপণ করে, তাহলে দেশ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাবে।

যশোর