প্রতিটি ইটে যেন ইতিহাসের গন্ধ

মুন্সিগঞ্জসভার আনন্দভ্রমণ
মুন্সিগঞ্জসভার আনন্দভ্রমণ


১২ জুলাই শুক্রবারে ‘ইতিহাসের সন্ধানে আনন্দভ্রমণ’ শীর্ষক এক ভ্রমণের আয়োজন করে মুন্সিগঞ্জসভা। এতে অর্ধশতাধিক বন্ধু প্রাচীন নগরী সোনারগাঁ ও পানাম নগরী ভ্রমণ করেন ইতিহাসের সন্ধানে।

মুন্সিগঞ্জসভার আনন্দভ্রমণ
মুন্সিগঞ্জসভার আনন্দভ্রমণ


বর্ষার বৃষ্টিস্নাত বৈরী আবহাওয়া বন্ধুদের দমাতে পারেনি। কাকভেজা হয়ে বন্ধুরা সোনারগাঁ ও পানাম নগরীর আনাচে–কানাচে চষে বেড়ান ইতিহাসের গন্ধ পেতে। এরই ফাঁকে গান গেয়ে শোনান সবার মধ্যমণি নীলা ম্যামসহ আরও অনেকেই। বন্ধুরা যে যার মতো ছড়িয়ে পড়েন ঈশা খাঁর সবুজ প্রান্তরে।

মুন্সিগঞ্জসভার আনন্দভ্রমণ
মুন্সিগঞ্জসভার আনন্দভ্রমণ


এতে অংশ নেন মুন্সিগঞ্জ সভার সভাপতি এম এ রিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন, দপ্তর সম্পাদক খলিলুর জয়, যুগ্ম সম্পাদক সাকিব, জেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদসহ বন্ধু সিনথিয়া মায়া, নিঝুম, জান্নাত আক্তার, আমেনা, আরিফ, সঞ্চয়, সম্রাট, তানভীর, তাহমিদ, ওপি, হাফিজা, লাবণী, তাজনূর, নিশীথাসহ আরও অনেকে।

সভাপতি, মুন্সিগঞ্জসভা