চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি


বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালা ও রাস্তার ধারে বৃক্ষরোপণ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে ফলদ বৃক্ষের চারা বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণ ও বিদ্যালয়ে আসার পথের দুই ধারে ৩০টি ফুল, ফল ও ভেষজ গাছ লাগায়। এরপর বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ৩০০ জন শিক্ষার্থীর মধ্যে একটি করে ফলের চারা বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি


এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার আজিজুর রহমান, রফিক হাসান বাবলু, সভাপতি নাহিদুল হক, সাবেক সভাপতি খাইরুল আলম, সাঈদ মাহমুদ, সহসভাপতি মারিয়া হাসান বর্ষা, সাধারণ সম্পাদক আরাফাত মিলেনিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন জাহান, পাঠাগার সম্পাদক আবদুস সাত্তার, বন্ধু জহিরুল ইসলাম মাখন, নুরুল সরকার, জিয়াউর রহমান, আবদুস সালাম, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাসসহ সহকারী শিক্ষকেরা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখার সদস্যসচিব মনোয়ারা খাতুন প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি


কর্মসূচিতে গাছ দিয়ে সহযোগিতা করে চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টার ও মনামিনা কৃষি খামার। বৃক্ষরোপণ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ ও গান পরিবেশন করে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবার ও একটি করে আম বিতরণ করেন বিদ্যালয় প্রতিষ্ঠায় অন্যতম সহযোগী নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার এক হৃদয়বান ব্যক্তি।

অর্থ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা