ময়মনসিংহসভার নানা আয়োজন

ময়মনসিংহ বন্ধুসভার আয়োজন বন্ধুরা
ময়মনসিংহ বন্ধুসভার আয়োজন বন্ধুরা


১২ জুলাই ময়মনসিংহ বন্ধুসভা পাঠচক্র ও একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। ময়মনসিংহ বন্ধুসভা গত শুক্রবার ব্রহ্মপুত্র নদে নৌকায় বসে রবীন্দ্রনাথ ঠাকুরের সামাজিক উপন্যাস নৌকাডুবি বিষয়ের ওপর পাঠচক্রের আয়োজন করে। উপন্যাসটি ১৩১০-১১ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। উপন্যাসটি লেখা হয়েছে জটিল পারিবারিক সমস্যাগুলোকে কেন্দ্র করে। পাঠচক্রবিষয়ক সম্পাদক নাজমুন নাহার সুইটির সঞ্চালনায়, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তৌকীর বিন ইসলাম নৌকাডুবি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা করেন ফিরোজ আহমেদ, শেখ মো. শামীম, হাসান আল মামুন ও দীবা সরকার।

ময়মনসিংহ বন্ধুসভার আয়োজন বন্ধুরা
ময়মনসিংহ বন্ধুসভার আয়োজন বন্ধুরা


পাঠচক্র শেষে বন্ধুরা ব্রহ্মপুত্র নদের পাড়ে ময়নার চরে দুটি দলে বিভক্ত হয়ে ফুটবল খেলার আয়োজন করেন। ৪০ মিনিটের ফুটবল খেলাটি গোলশূন্য ড্র হয়। বৃষ্টিতে ভিজে খেলায় বন্ধুরা শৈশবের স্মৃতি অনুভব করেন।

ময়মনসিংহ বন্ধুসভার আয়োজন বন্ধুরা
ময়মনসিংহ বন্ধুসভার আয়োজন বন্ধুরা


খেলা শেষে ফেরার সময় নৌকায় বন্ধুরা মিলে গান–আড্ডায় মেতে ওঠেন। দুই ঘণ্টা নৌকাভ্রমণে বন্ধু আশরাফুল সৌরভ, সাদমান সাকিব, দুর্গা ধর ও দীবা সরকার গান পরিবেশন করেন। নৌকাভ্রমণ শেষ করে বন্ধুরা মিলে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার সামনে একটি চা–চক্রের আয়োজন করে। চা–চক্রে বন্ধুরা বন্ধুসভার পরবর্তী আয়োজন নজরুল ও রবীন্দ্রজয়ন্তী নিয়ে  প্রস্তুতি আলোচনা করেন।

ময়মনসিংহ বন্ধুসভার আয়োজন বন্ধুরা
ময়মনসিংহ বন্ধুসভার আয়োজন বন্ধুরা


অর্ধদিবসব্যাপী এই আয়োজনে সভাপতি আবুল বাশার, সহসভাপতি হাসান আল মামুন, সাধারণ সম্পাদক শেখ মো. শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক দীবা সরকার, উপসাংগঠনিক সম্পাদক সঙ্গীতা পাল, ক্রীড়া সম্পাদক মেহের উল্লাহ ইমরান, দপ্তর সম্পাদক তৌফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সাদমান সাকিব, সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রশিক্ষণ সম্পাদক  তুষার, অনুষ্ঠান সম্পাদক ফয়জুন্নেছা তনু, পাঠাগার সম্পাদক মোহনা মৌ, বন্ধু দুর্গা ধর, স্বর্ণালী সুইটিসহ বন্ধুসভার ৪৫ জন বন্ধু উপস্থিত ছিলেন।

সভাপতি, ময়মনসিংহ বন্ধুসভা