আমার বোন নুসরাত

ভোরের সকাল,খা খা দুপুর
শোভিত ওই চাঁদনী রাত
কখনো আর বাসবে না ভালো
আমার বোন নুসরাত!
তুলোর মতো ভেসে থাকা মেঘ
ফুটতে থাকা কাশফুল
তোমরা জানো, আমার বোনের
একটুও ছিল না ভুল।
বিনা অপরাধে প্রতিবাদীরে
জ্বালিয়ে করল যে ছাই
তার ফাঁসি ব্যতীত আমি আর
কিছু ভাবতে পারি নাই।

সিলেট বন্ধুসভা