নুসরাত আমার বোন

দুর্বৃত্তের ছোড়া আগুনে
ঝরল আরেক প্রাণ,
আকাশ বাতাস ভেসে বেড়ায়
পোড়া লাশের ঘ্রাণ।
নুসরাত ছিল নিষ্পাপ মেয়ে
ছিল না তার অপরাধ,
দগ্ধ হয়ে জীবন গেল
দিয়ে গেল আর্তনাদ।
প্রতিবাদ করাই কি ছিল
তার আসল অন্যায়,
দেশবাসী কেঁদে মরছে
চোখের পানির বন্যায়।
ফুলের মতো মেয়ে ছিল
প্রিয় বোন নুসরাত,
তার মা-বাবা কেমন করে
কাটায় দিবস রাত।
এমন কাজটা করল যারা
তাদের ফাঁসি চাই,
রাষ্ট্রের কাছে সুবিচারের
ফরিয়াদ জানাই।

ফুলগাজী, ফেনী