নুসরাত আমার বোন

একটি জিভ কী যেন বলতে চায়
অগ্নিদগ্ধ হাত কী যেন জানাতে চায়
নিশ্বাস ফুরিয়ে আসে
পৃথিবীতে যেন অক্সিজেনের সংকটকাল।
উঠোনে ছড়ানো সবুজ ঘাস
দুচোখে আঁধার মেশানো এ কেমন সকাল
রাতের চেয়েও অন্ধকার।
এই বদ্বীপে মা মাটি নিয়ে আমাদের বাস
স্নেহময়ী কন্যা কখনো হয়ে ওঠে বোন
কখনো প্রিয় প্রণয়ী।
বোনের শরীরে আজ কলঙ্কের দাগ
পশু ভর করেছে মানুষেরই রূপে
মায়ের আঁচল ভেজে মায়ের চোখের জলে।
কেঁপে ওঠে পুরোনো হার না–মানা কণ্ঠস্বর
প্রতিবাদে বাদ সাধে অগ্নিময় শরীর
শেষটা লড়েও হার না–মানা হার।
অন্ধকারে বিলীন হয় জীবনের ঈশান কোণ
নুসরাত! সে আর কেউ নয়
আমারই বোন, আমারই বোন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়