শঙ্খনীল কারাগার

গোপালগঞ্জ বন্ধুসভা ।
গোপালগঞ্জ বন্ধুসভা ।


১৯ জুলাই বিকেল পাঁচটায় গোপালগঞ্জ বন্ধুসভার পাঠচক্র অনুষ্ঠিত হয়। পাঠচক্রের বিষয় নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত শঙ্খনীল কারাগার বইটি। বইটি নিয়ে আলোচনা করেন ইনজারুল, সাইফুল, আনিকা, সুরাইয়া ও সিদ্দিকুর। পাঠচক্র পরিচালনা করেন পাঠচক্রবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম। পাঠচক্র শেষে হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস উপলক্ষে তিনি এবং তাঁর সৃষ্ট চরিত্রগুলো নিয়ে আলোচনা করেন বন্ধুরা। পরিশেষে আমাদের পরবর্তী কর্মসূচি বৃক্ষরোপণ নিয়ে আলোচনা করা হয়। ২৭ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচির দিন ধার্য করা হয়।

গোপালগঞ্জ বন্ধুসভা।
গোপালগঞ্জ বন্ধুসভা।


পাঠচক্রে উপস্থিত ছিলেন সভাপতি ইনজারুল হক, পাঠচক্রবিষয়ক সম্পাদক সাইফুল, পাঠাগার সম্পাদক সিদ্দিকুর, মানবসম্পদবিষয়ক সম্পাদক সুরাইয়া, ক্রীড়া সম্পাদক রিদম, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মুহিদ, উপসাংগঠনিক সম্পাদক তালহা, বিজ্ঞানবিষয়ক সম্পাদক শাওন, সাহিত্য সম্পাদক ফাহিম, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হৃদয়, জিহান, আনিকা, তানবির, তাইম, সাগর ও মহর্ষি।

সাহিত্য সম্পাদক
গোপালগঞ্জ বন্ধুসভা