ফেনীসভার রবীন্দ্র-নজরুলজয়ন্তী

ফেনীসভার রবীন্দ্র-নজরুলজয়ন্তী।
ফেনীসভার রবীন্দ্র-নজরুলজয়ন্তী।


রবীন্দ্র-নজরুলজয়ন্তী পালন করল প্রথম আলো ফেনী বন্ধুসভা।
২৬ জুলাই শুক্রবার বিকেলে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হয়।
সাহিত্যবিষয়ক সম্পাদক মনিকা রায় ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক তানজিনা সুলতানা তিশার যৌথ সঞ্চালনায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর কোরাস গান পরিবেশন করেন বন্ধুরা।
দুই কবির গান পরিবেশন করেন মৌসুমী সোম ও প্রশিক্ষণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
প্রবন্ধ পাঠ করেন সংগঠক অ্যাডভোকেট সাইফুদ্দিন শাহীন।
‘তোরা যে যাই বলিস ভাই, আমার সোনার হরিণ চাই’ গানটি পরিবেশন করেন বন্ধু মাইশা, আবৃত্তি করেন নারীবিষয়ক সম্পাদক হৃদিতা রায়, শারদ। নৃত্য পরিবেশন করেন মানাম আহম্মেদ। কৌতুক পরিবেশন করেন অনুষ্ঠান সম্পাদক ফরহাদ রনি। তবলায় সহযোগিতায় ছিল প্রণব দেবনাথ।

ফেনীসভার রবীন্দ্র-নজরুলজয়ন্তী।
ফেনীসভার রবীন্দ্র-নজরুলজয়ন্তী।


ফেনী বন্ধুসভার সভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপদেষ্টা আবু তাহের, মো. হারুন উর রশীদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম, সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী সজীব, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দেবাশীষ চন্দ্র রায়।
এতে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অমিত মজুমদার, সহ- সভাপতি বিজয় নাথ, সাবেক সহসভাপতি আবু সুফিয়ান সবুজ, সাবেক সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন নোবেল,
সাংগঠনিক সম্পাদক নুর হোসেন নসীব, উপ-সাংগঠনিক সম্পাদক সাবরিনা তাবাসসুম শ্রাবন্তী, দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম, যোগাযোগ সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক হারাধন নন্দী নিলয়, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম মোল্লা, সমাজকল্যাণ সম্পাদক শেফায়েত উদ্দীন হৃদয়, জাহিদ হাওলাদার প্রমুখ।