ময়মনসিংহ বন্ধুসভার সমন্বিত ত্রাণ বিতরণ

ময়মনসিংহ বন্ধুসভার সমন্বিত ত্রাণ বিতরণ
ময়মনসিংহ বন্ধুসভার সমন্বিত ত্রাণ বিতরণ


ময়মনসিংহ বন্ধুসভার পক্ষ থেকে জামালপুরের ইসলামপুর উপজেলার বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

ময়মনসিংহ বন্ধুসভার সমন্বিত ত্রাণ বিতরণ
ময়মনসিংহ বন্ধুসভার সমন্বিত ত্রাণ বিতরণ


গত মঙ্গলবার এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সংগ্রহ ও বিতরণে ময়মনসিংহ বন্ধুসভার সঙ্গে ময়মনসিংহের আরও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়। মঙ্গলবার সকালে ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরা সহযোগী সংগঠনগুলোর সদস্যদের নিয়ে জামালপুরের ইসলামপুর উপজেলার দুর্গম চর এলাকায় পৌঁছান। পরে শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

ময়মনসিংহ বন্ধুসভার সমন্বিত ত্রাণ বিতরণ
ময়মনসিংহ বন্ধুসভার সমন্বিত ত্রাণ বিতরণ


ত্রাণসামগ্রীর মধ্যে ছিল শুকনা খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য। বন্ধুসভার বন্ধুরা বন্যার পানি ভেঙে দুর্গত মানুষের বাড়ি বাড়ি ত্রাণসামগ্রী পৌঁছে দেন। গত ২০ জুলাই ময়মনসিংহ বন্ধুসভা জামালপুর জেলার দুর্গত মানুষকে ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নেয়। ওই দিন সিদ্ধান্ত হয়, বন্ধুসভার সঙ্গে ত্রাণ বিতরণে ময়মনসিংহের কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনকে পাশে থাকার আহ্বান জানানো হবে।

বন্ধুসভার আহ্বানে সাড়া দিয়ে অংশে নেয় ময়মনসিংহের স্বেচ্ছাসেবী সংগঠন ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি, রফিকুল ইসলাম মুক্ত স্কাউট গ্রুপ, বিডি ক্লিনি ময়মনসিংহসহ আরও কয়েকটি সংগঠন। বন্ধুসভাসহ অন্য সংগঠনের সদস্যরা ময়মনসিংহ থেকে ত্রাণের জন্য টাকা সংগ্রহ করেন। গত সোমবার রাতভর ত্রাণসামগ্রী প্যাকেট করে মঙ্গলবার ভোরে জামালপুরের ইসলামপুর পৌঁছান বন্ধুরা। দিনভর ইসলামপুরের দুর্গম চরে ত্রাণ বিতরণ করে রাতে ময়মনসিংহ ফিরে আসেন বন্ধুরা।