চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সভার রবীন্দ্র-নজরুল স্মরণে

‘এলো বর্ষা নতুন রূপে নবগানে, প্রেমে দ্রোহে রবীন্দ্র-নজরুল স্মরণে’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সভা
‘এলো বর্ষা নতুন রূপে নবগানে, প্রেমে দ্রোহে রবীন্দ্র-নজরুল স্মরণে’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সভা


‘এলো বর্ষা নতুন রূপে নবগানে, প্রেমে দ্রোহে রবীন্দ্র-নজরুল স্মরণে’ শিরোনামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাঙালির প্রাণের ঋতু বর্ষাকে বরণ করে নেয়। সেদিন আকাশে ছিল মেঘের ঘনঘটা, এরই মাঝে এই ঋতুর স্বরূপ উপভোগ করতে বাংলা সাহিত্যের অন্যতম দুই দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বর্ষা নিয়ে রচিত গান, কবিতা, নৃত্য পরিবেশন করেন চবি বন্ধুসভার সদস্যরা। অনুষ্ঠানবিষয়ক সম্পাদক অর্ণব ভট্টাচার্যের নির্দেশনায় নাচ, গান আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা।

‘এলো বর্ষা নতুন রূপে নবগানে, প্রেমে দ্রোহে রবীন্দ্র-নজরুল স্মরণে’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সভা
‘এলো বর্ষা নতুন রূপে নবগানে, প্রেমে দ্রোহে রবীন্দ্র-নজরুল স্মরণে’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সভা


মঙ্গলবার দুপুরে সাধারণ সম্পাদক রফিক আহমেদ সোবহানীর উপস্থাপনায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় মনোমুগ্ধকর এই আসর। এরপরই ‘আগুনের পরশমনি’ দলীয় সংগীত পরিবেশিত হয়।

‘এলো বর্ষা নতুন রূপে নবগানে, প্রেমে দ্রোহে রবীন্দ্র-নজরুল স্মরণে’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সভা
‘এলো বর্ষা নতুন রূপে নবগানে, প্রেমে দ্রোহে রবীন্দ্র-নজরুল স্মরণে’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সভা


এরপর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন চবি বন্ধুসভার সভাপতি ও আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদ, সংগীত বিভাগের শিক্ষিকা, শিক্ষা ও গবেষণা বিভাগের তাসনিম মুশাররাত।  সভাপতি তাঁর আলোচনায় বলেন, প্রথম আলো বন্ধুসভা তরুণদের সংগঠন। এই সংগঠন তরুণদের নিয়ে কাজ করে, তারুণ্যের আবেগ, অনুভূতিকে স্পর্শ করার চেষ্টা করে। এই সংগঠন প্রতি বছর নানা মনোমুগ্ধকর উৎসবের আয়োজন করে থাকে, তারই ক্ষুদ্র প্রয়াস আজকের আয়োজন।

‘এলো বর্ষা নতুন রূপে নবগানে, প্রেমে দ্রোহে রবীন্দ্র-নজরুল স্মরণে’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সভা
‘এলো বর্ষা নতুন রূপে নবগানে, প্রেমে দ্রোহে রবীন্দ্র-নজরুল স্মরণে’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সভা


এই আসরে গানের সুর, নৃত্যের ছন্দ ও কবিতার দীপ্ত উচ্চারণে শিল্পের সুষমা ছড়িয়ে দিয়েছিলেন কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পীরা। একের পর এক শুরু হয় দলীয় নৃত্য, দলীয় ও একক সংগীত এবং আবৃত্তি।

‘এলো বর্ষা নতুন রূপে নবগানে, প্রেমে দ্রোহে রবীন্দ্র-নজরুল স্মরণে’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সভা
‘এলো বর্ষা নতুন রূপে নবগানে, প্রেমে দ্রোহে রবীন্দ্র-নজরুল স্মরণে’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সভা


দলীয় সংগীত পরিবেশনায় অংশ নেন সরলা, হিলহিক, রদেভু শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। দলীয় সংগীতের মধ্যে ছিল কাজী নজরুল ইসলামের দুটি গান। একক রবীন্দ্রসংগীত পরিবেশন করেন সংগীত বিভাগের শিক্ষিকা কান্তা, বন্ধুসভার সদস্য ঋতু, তনুশ্রী, মায়িশা। ‘আমার হিয়ার মাঝে’ গানটি পরিবেশন করেন তনুশ্রী।

দলীয় সংগীত ‘তোরা যে যাই বলিস ভাই, আমার সোনার হরিণ চাই’ গাওয়া হয়।  একক নজরুলসংগীত পরিবেশন করেন ফেরদৌস  হাদিউর, কানাই দেব, নাঈম। নজরুলের ‘চল চল চল’ গানটিতে দলীয় নৃত্য পরিবেশন করেন জান্নাত ও তাঁর দল। একক নৃত্য পরিবেশন করেন সুজানা, স্বর্ণালী। কবিতা আবৃত্তি করেন প্রীতি, রবিউলসহ চবি আবৃত্তি মঞ্চের পক্ষ থেকে প্রার্থী ও পুষ্প। সবশেষে আমন্ত্রিত অতিথি ফেরারি হাসান ও ‘সরলা’ শিল্পীগোষ্ঠীর শিল্পীদের সংগীত পরিবেশনার মাধ্যমে সমাপ্ত হয় এই আয়োজন।