জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী বন্ধুসভার আয়োজন

জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী বন্ধুসভার আয়োজন
জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী বন্ধুসভার আয়োজন


৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ে প্রথম আলো বন্ধুসভা রাজশাহী এর আয়োজনে উপস্থিত বক্তৃতা ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী বন্ধুসভার আয়োজন
জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী বন্ধুসভার আয়োজন


সভাপতি ফারুক হোসেনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা। আলোচনায় বক্তারা বলেন, দেশ ও জাতিকে জানতে হলে প্রথমে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে হবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী বন্ধুসভার আয়োজন
জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী বন্ধুসভার আয়োজন


আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে মূল্যবান বই  বিতরণ করা হয়। বিজয়ীরা হলেন উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেন তাহমিনা সুলতানা, দ্বিতীয় স্থান ইসরাত জাহান, তৃতীয় স্থান আফিয়া ইয়াসমিন। হাতের সুন্দর লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান আদৃতা জামান, দ্বিতীয় স্থান ইফ্ফা, তৃতীয় স্থান কানিজ ফাতেমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম আলো বন্ধুসভা রাজশাহীর সভাপতি। প্রধান অতিথি ছিলেন মতিহার থানা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন জাফর। এ ছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাজমিনা সুলতানা, বন্ধুসভার বন্ধু ও সহকারী শিক্ষক জুলফিকার আলী, মোর্শেদা বেগম, জাকিয়া সুলতানা, সুপর্ণা পাল, রাজশাহী বন্ধুসভার সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।

সাধারণ সম্পাদক, রাজশাহী বন্ধুসভা