বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বৃক্ষরোপণ

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বৃক্ষরোপণ
বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বৃক্ষরোপণ


‘একজন বন্ধু, দুটি গাছ’—এই স্লোগানকে কেন্দ্র করে প্রথম আলো বন্ধুসভা বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ভিসির বাসভবনের সামনের দিকে উপদেষ্টামণ্ডলী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। ববি বন্ধুসভার উপদেষ্টামণ্ডলীর মধ্যে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া, সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, এম ডি সোহেল রানা ও উন্মেষ রায়।

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বৃক্ষরোপণ
বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বৃক্ষরোপণ


বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা বিশ্ববিদ্যালয় ও কর্ণকাঠি  জি আর মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজে ১৫০টি গাছ লাগায়। বৃক্ষরোপণ কর্মসূচির পর ডেঙ্গু জ্বর সমস্যা ও প্রতিকার, নারী শিক্ষার গুরুত্ব, বাল্যবিবাহ প্রতিরোধ বিষয় নিয়ে বরিশাল কর্ণকাঠি জি আর মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় উপস্থিত ছিলেন জি আর স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপালসহ অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা এবং বন্ধুসভা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বন্ধুরা। জি আর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুসভার বন্ধুরা ক্যাম্পাস মাঠে বৃক্ষরোপণ করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুদের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে ৪০ জনের মতো বন্ধু অংশ নেন। সভাপতি জি এম ইকবাল মাহামুদ, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, প্রচার সম্পাদক পার্থ সিকদার, পাঠাগারবিষয়ক সম্পাদক রাব্বি, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলামসহ বন্ধুসভার কার্যকরী সদস্যরা। আরও সঙ্গে ছিলেন বন্ধুসভার সাবেক সভাপতি রাজু রাজ ও সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম।

সাধারণ সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা