জামালপুরে বন্যার্তদের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

জামালপুরে বন্যার্তদের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
জামালপুরে বন্যার্তদের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা


বন্যাকবলিত এলাকায় আক্রান্ত মানুষকে সাহায্যের জন্য প্রথম আলো বন্ধুসভা ত্রাণকার্য পরিচালনার উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবে জামালপুর জেলায় ১০০টি পরিবারকে চাল, ডাল,তেল, বিস্কুট, সুজি, দুধ, খাবার স্যালাই বিতরণ করে প্রথম আলো বন্ধুসভা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর। ২ আগস্ট শুক্রবারএই ত্রাণ বিতরণ করা হয় জামালপুর জেলার ইসলামপুর উপজেলার আমতলা গ্রামে।

জামালপুরে বন্যার্তদের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
জামালপুরে বন্যার্তদের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা


স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের  সহোযোগিতায় বন্ধুসভার সদস্যরা অসচ্ছল, ত্রাণবঞ্চিত, প্রতিবন্ধী ১০০ জনের নামের তালিকা প্রস্তুত করে। পরবর্তী সময়ে এলাকার গণ্যমান্য বাক্তিদের উপস্থিতিতে সবাইকে এক স্থানে এনে ত্রাণ দেওয়া হয়।

জামালপুরে বন্যার্তদের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
জামালপুরে বন্যার্তদের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা


ত্রাণ পাওয়ার পর বানভাসি লোকগুলোর মুখে ছিল আনন্দের হাসি। ত্রাণকার্য পরিচালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার প্রতিনিধিদল ও জামালপুর বন্ধুসভার সদস্যরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার প্রতিনিধিদলে ছিলেন শেখ পিয়াল, তানভীর আহম্মেদ, চিন্ময় দাস, সাগর হামোম, গোলাম দস্তগীর সুমন ও সুনম রহমান। জামালপুর বন্ধুসভার সভাপতি সেরাজুম মনিরা জায়ানা ও  সাধারণ সম্পাদক এস এম সিফাত আবদুল্লাহ্সহ অন্য বন্ধুরা উপস্থিত ছিলেন।