ভৈরবে বৃক্ষপ্রেমীদের অনন্য একটি দিন

ভৈরব বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
ভৈরব বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি


দৃশ্যপট মেঘনা নদীর ত্রিসেতুর পাড়। দিনটি বুধবার। ঘাটে অপেক্ষমাণ একটি ইঞ্জিনচালিত নৌকা। ঘড়ির কাঁটায় বেলা এগারোটা ছুঁই ছুঁই। নৌকার আরোহী হয়ে গন্তব্যে পৌঁছাতে গাছ হাতে বন্ধুরা প্রস্তুত। প্রবহমান মেঘনা আগের কয়েক দিনের তুলনায় ওই দিন ছিল খ্যাপা মেজাজের। শরীরে ছুঁয়ে যাওয়া শীতল হাওয়া শিহরণ জাগাচ্ছে অনেকের মনে। আবার কয়েকজন বন্ধুর দুর্বল মন যেন খানিকটা ভয় বাড়িয়ে দিয়েছে।

ভৈরব বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
ভৈরব বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি


এই অবস্থায় বৃক্ষ নিয়ে বন্ধুরা রওনা হলেন—গন্তব্য ভৈরব উপজেলা শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি উচ্চবিদ্যালয়। এক ঘণ্টার নদীপথ পাড়ি দিয়ে স্কুলে পৌঁছার পর ভৈরব বন্ধুসভার সবুজ আন্দোলনের খুদে কর্মীদের স্বাগত জানান প্রধান শিক্ষক আজহারুল ইসলাম।

ভৈরব বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
ভৈরব বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি


চারা বিতরণের আগে শিক্ষার্থীদের নিয়ে হয় জমজমাট পরিবেশবিষয়ক কুইজ প্রতিযোগিতা। পরিবেশবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে ফলদ গাছ জিতে নেয় স্কুলের ১১ শিক্ষার্থী।

ভৈরব বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
ভৈরব বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি


পরে কিশোরগঞ্জের ভৈরবে ৩১০ জন শিক্ষার্থীর হাতে বনজ ও ফলদ গাছের চারা তুলে দেওয়া হয়েছে। এই সময় শিক্ষার্থীদের অঙ্গীকার ছিল পরিবেশ রক্ষায় তারা এই চারাগুলো অবশ্যই নিজেদের কোনো এক জায়গায় রোপণ ও পরিচর্যা করবে।

ভৈরব বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
ভৈরব বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি


তার আগে একটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশবিষয়ক কুইজ ও উদ্বোধনী সভার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, পরিচালনা পর্ষদ সদস্য দ্বিন ইসলাম, প্রথম আলো ভৈরব অফিসের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, সংগঠনের উপদেষ্টা আলাল উদ্দিন, সভাপতি আসাদুজ্জামান সোহেল, সহসভাপতি প্রিয়াংকা, সাধারণ সম্পাদক আল আমিন তুষার, সাবেক যোগাযোগবিষয়ক সম্পাদক তূর্য্য ও অনুষ্ঠান উদ্‌যাপন পর্ষদের আহ্বায়ক শ্রাবণী।
পরে স্কুলের এক পাশে বেশ কিছু গাছ রোপণ করেন বন্ধুরা।

পরিবেশবিষয়ক সম্পাদক