সবুজ বৃক্ষ সবুজ পৃথিবী

ময়মনসিংহ বন্ধুসভা ‘একজন বন্ধু দুটি গাছ’ কর্মসূচি
ময়মনসিংহ বন্ধুসভা ‘একজন বন্ধু দুটি গাছ’ কর্মসূচি


৭ আগস্ট ময়মনসিংহ বন্ধুসভা ‘একজন বন্ধু দুটি গাছ’ কর্মসূচি পালন করে। শতাধিক গাছ রোপণের পরিকল্পনা নিয়ে বন্ধুসভার সভাপতি আবুল বাশার ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শামীম গত ৬ আগস্ট ময়মনসিংহ নার্সারি থেকে প্রথম ধাপে তিন প্রজাতির ৫০টি চারা নিয়ে এই কর্মসূচি শুরু করেন।

ময়মনসিংহ বন্ধুসভা ‘একজন বন্ধু দুটি গাছ’ কর্মসূচি
ময়মনসিংহ বন্ধুসভা ‘একজন বন্ধু দুটি গাছ’ কর্মসূচি


৭ আগস্ট ময়মনসিংহ জিলা স্কুলের বোর্ডিং মাঠের পাশ দিয়ে ১০টি কৃষ্ণচূড়া, ২০টি শিলকড়ই এবং ২০টি আকাশি গাছের চারা রোপণ করে ময়মনসিংহ বন্ধুসভা।

ময়মনসিংহ বন্ধুসভা ‘একজন বন্ধু দুটি গাছ’ কর্মসূচি
ময়মনসিংহ বন্ধুসভা ‘একজন বন্ধু দুটি গাছ’ কর্মসূচি


এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার সভাপতি মো.আবুল বাশার, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শামিম, সাংগঠনিক সম্পাদক দিবা সরকার, তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক তৌকির বিন ইসলাম, অর্থ সম্পাদক সাদমান সাকিব, প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুল হাসান তুষার, বন্ধু সাফিন, রনি, সাবেক সভাপতি রবিউল ইসলাম রিমন ও মুহাইমিনুল ইসলাম সৌরভসহ ১৫ জন বন্ধু।

ময়মনসিংহ বন্ধুসভা ‘একজন বন্ধু দুটি গাছ’ কর্মসূচি
ময়মনসিংহ বন্ধুসভা ‘একজন বন্ধু দুটি গাছ’ কর্মসূচি


পরিবেশকে সবুজ ও সজীব রাখার লক্ষ্যে ৮ আগস্ট ময়মনসিংহের টাঙ্গাইল বাইপাস রোডে দপ্তর সম্পাদক তৌফিকুল ইসলাম অপু, প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুল হাসান তুষার ও বন্ধু রনি মিলে ২০টি গাছের চাড়া রোপণ করেন।
এ ছাড়া ঈদের পর আরও বেশ কিছু চারা রোপণের পরিকল্পনা রয়েছে।

সভাপতি, ময়মনসিংহ বন্ধুসভা