মেহেরপুর বন্ধুসভার বৃক্ষরোপণ

মেহেরপুর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
মেহেরপুর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি


প্রথম আলো মেহেরপুর বন্ধুসভার বন্ধুরা বৃষ্টিতে ভিজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন। গত বৃহস্পতিবার ভোর থেকে মেহেরপুরে বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টি উপেক্ষা করে এগিয়ে এলেন তরুণ বন্ধুসভার সদস্যরা। মেহেরপুর সরকারি মহিলা কলেজে বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

মেহেরপুর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
মেহেরপুর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি


ঘড়িতে তখন সকাল ৮টা। মেহেরপুর পৌর শহর তখনো রাতের চাদর ছেড়ে জেগে ওঠেনি সাধারণ মানুষ। প্রথম মুঠোফোনটি বেজে উঠল বন্ধুসভার তরুণ সদস্য বাপনের। কথার শুরুতেই বললেন, ‘ভাই গাছের চারা হাতে দাঁড়িয়ে আছি অফিসের সামনে।’ শুনে চমকে উঠলাম এত সকালে বন্ধুরা উপস্থিত। পরে আমিও রওনা দিলাম। অফিসের সামনে গিয়ে দেখি বাপন, হাকিম, তুহিন, তানজিম, লিখন, আসিক, মবিনসহ আরও ১১ জন বন্ধু দাঁড়িয়ে রয়েছেন গাছের চারা হাতে।

মেহেরপুর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
মেহেরপুর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি


এভাবেই মেহেরপুর সরকারি কলেজে বন্ধুসভার তরুণেরা বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি আবু সাঈদ, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপদেষ্টা এম এ বাসার, সহসভাপতি নিলুফার বাসার, সাধারণ সম্পাদক নাদিম হাসান, যুগ্ম সম্পাদক তানিয়া হক, সিজান, শ্রাবণী, মাহফুজা, সেঁজুতিসহ বন্ধুসভার সব সদস্য।