বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সভার আন্তবিভাগীয় ইনডোর গেমস

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সভার আন্তবিভাগীয় ইনডোর গেমস
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সভার আন্তবিভাগীয় ইনডোর গেমস


৮ আগস্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজিত আন্তবিভাগীয় ইনডোর গেমসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বন্ধুসভা কার্যালয় কাজলায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপিক কানিজ হাবিবা আফরিন এবং বিশেষ অতিথি  ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক নিখাতে জান্নাত বিনতে জিন্নাহ।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সভার আন্তবিভাগীয় ইনডোর গেমস
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সভার আন্তবিভাগীয় ইনডোর গেমস


এ ছাড়া উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাবেক সভাপতি অমিয় খান। এবারের ইনডোর গেমসে ইভেন্ট হিসেবে ছিল দাবা, লুডু, ক্যারম ও পাবজি প্রতিযোগিতা। খেলায় অংশ নেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক উৎসাহী শিক্ষার্থী।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সভার আন্তবিভাগীয় ইনডোর গেমস
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সভার আন্তবিভাগীয় ইনডোর গেমস


প্রতিটি খেলার বিজয়ী ও ফাইনালিস্টদের নাম হলো—
লুডু: চ্যাম্পিয়ন রাজিকুল আহসান রাব্বি, সিএসই বিভাগ; দ্বিতীয় আয়েশা সিদ্দিকা, আইন ও মানবাধিকার বিভাগ।
দাবা: চ্যাম্পিয়ন সরকার তানভির তানিম, অর্থনীতি বিভাগ; দ্বিতীয় মাহফুজ সোহাগ, ফার্মেসি বিভাগ।
ক্যারম: (ডাবল) চ্যাম্পিয়ন মাসুদ পারভেজ সৈকত, আইন ও মানবাধিকার বিভাগ এবং মেহেদী হাসান, ব্যবসায় প্রশাসন বিভাগ।
পাবজি: চ্যাম্পিয়ন: সাদ আহম্মেদ, সিএসই।

অনুষ্ঠানে কানিজ হাবিবা আফরিন উপস্থিত সবাইকে অভিনন্দন জানান। তিনি আরও আশা ব্যক্ত করেন, বন্ধুসভা ভবিষ্যতে আরও নতুন কিছু সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে।