নাটোর বন্ধুসভার প্রথম ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি

নাটোর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
নাটোর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি


১৭ আগস্ট নাটোর বন্ধুসভা ‘একজন বন্ধু দুটি গাছ’ কর্মসূচি পালন করে। পুরো শহর গাছ রোপণের পরিকল্পনা নিয়ে বন্ধুসভার তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক সুজন কুমার শীল বন্ধুসভার একদল বন্ধুদের নিয়ে ১৭ আগস্ট নাটোরের বড়াইগ্রামের বিভিন্ন এলাকায় বটবৃক্ষসহ বিভিন্ন প্রজাতির মোট ১২০টি চারা নিয়ে এ কর্মসূচি শুরু করেন।

নাটোর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
নাটোর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি


১৭ আগস্ট নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের পতিত মাঠে ১০টি বটবৃক্ষ এবং রাস্তার পাশ দিয়ে ৫০টি মেহগনি এবং বন্ধুসভার ১০ জন বন্ধুদের বাসায় ৫টি করে নিম ও ১টি করে আমের চারা দিয়ে মোট ৬০টি চারা বন্ধুদের বাসায় রোপণ করে নাটোর বন্ধুসভা।

এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক সুজন কুমার শীল, নাটোর বন্ধুসভার বন্ধু জীবন সরকার, প্রান্ত মৈত্র, মিলন দাস, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান মিজান, দিপ্ত গমেজ, জীবন মজুমদারসহ একদল বন্ধু।
এ ছাড়া পর্যায়ক্রমে নাটোর জেলার বিভিন্ন উপজেলায় গ্রুপ করে বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে।
তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক, নাটোর বন্ধুসভা