রাজশাহী বন্ধুসভার অক্সিজেনের কারখানা বিতরণ

রাজশাহী বন্ধুসভার অক্সিজেনের কারখানা বিতরণ
রাজশাহী বন্ধুসভার অক্সিজেনের কারখানা বিতরণ


‘বাড়িতে আজ অক্সিজেনের কারখানা লাগাব’, বলছিল সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাজিয়া সুলতানা (১৩)।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মুন্নি হাসান যূঁথি (১১) গাছ পেয়ে তার খুশি দেখে কে, সে বলছিল, ‘আমি এই পেয়ারাগাছ রোপণ করব এবং আমার মা যেভাবে আমার দেখভাল করে, ঠিক সেইভাবেই আমি গাছটির পরিচর্যা করব। কেননা, এই গাছ যে একটা অক্সিজেনের কারখানা। আর অক্সিজেন ছাড়া যে আমরা বাঁচতে পারব না।’

রাজশাহী বন্ধুসভার অক্সিজেনের কারখানা বিতরণl
রাজশাহী বন্ধুসভার অক্সিজেনের কারখানা বিতরণl


মোছা. ফাতেমা শারমিন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে বলে, ‘আমাদের বেঁচে থাকতে হলে অক্সিজেনের প্রয়োজন আর এই অক্সিজেনের সরবরাহ পাই আমরা গাছ থেকে। তাই আমাদের একটা গাছ কাটলে তিনটা গাছ লাগাতে হবে।’
২৭ আগস্ট মঙ্গলবার রাজশাহী নগরীর লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ে ‘একজন বন্ধু দুটি গাছ’ স্লোগানে প্রথম আলো বন্ধুসভা রাজশাহীর আয়োজনে ৩০০ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
দুপুর সাড়ে ১২টায় প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন মুঠোফোনের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দিয়ে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
সাইদুজ্জামান রওশন বলেন, ‘আমাদের জীবনের জন্য বৃক্ষ রোপণ করা প্রয়োজন। তাই আমাদের সবার বৃক্ষ রোপণ করা জরুরি।’
উদ্বোধনের পরই শুরু হয় বৃক্ষ বিতরণ।

রাজশাহী বন্ধুসভার অক্সিজেনের কারখানা বিতরণl
রাজশাহী বন্ধুসভার অক্সিজেনের কারখানা বিতরণl


বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন জাফর তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও এর পরিচর্যার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাজমিনা সুলতানা,
লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক, মোসলেম উদ্দিন, হাহায়দার আলী, জুলফিকার আলী, মোর্শেদা বেগম, জাকিয়া সুলতানা, রাজশাহী বন্ধুসভার সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বন্ধু লুৎফর, লেখক আমিনা আনছারি, গিয়াসি সুলতানা, বেতারশিল্পী হাসমতারা হক, মদিনা, মিজানুর, সোহানুর, অনিক মাহমুদ, তন্ময়সহ প্রমুখ।

সাধারণ সম্পাদক