বৃক্ষ দিয়ে বন্ধুসভার মানব লোগো করে কুড়িগ্রাম বন্ধুসভা

বৃক্ষ দিয়ে বন্ধুসভার মানব লোগো।
বৃক্ষ দিয়ে বন্ধুসভার মানব লোগো।


২৮ আগস্ট ৮২০টি চারা দিয়ে কুড়িগ্রাম বন্ধুসভা ‘একটি বন্ধু দুটি গাছ’ বৃক্ষরোপণের কর্মসূচি সম্পন্ন করে।
সকাল থেকেই প্রখর রোদ আর গরমে প্রায় সব বন্ধু অতিষ্ঠ, তারপরও বৃক্ষ রোপণ করতে যেতে হবে অফিস থেকে ১৬ কিলোমিটার দূরে রাজারহাট উপজেলায়। সকাল ১০টায় অফিসে একে একে বন্ধুরা এসে জোড়া হতে থাকে। অপরদিকে একে একে ছোট ছোট মেঘ ডানা বাঁধতে শুরু করে আকাশে। আমরা ৮২০টি চারা নিয়ে রওনা দিলাম রতিগ্রাম বি এল হাইস্কুলের উদ্দেশে। হাইস্কুলে সব শিক্ষার্থীকে স্কুলের মাঠে এনে আবহাওয়া কিংবা জলবায়ুর ওপর গাছপালার প্রভাবের ওপর আলোচনা করেন কুড়িগ্রাম বন্ধুসভার সাবেক সভাপতি হাসাবানু হাসু। ৬০০ শিক্ষার্থীর মধ্যে ৬০০ চারা বিতরণ করা হয়। স্কুলমাঠে কিছু চারা রোপণ শেষে বন্ধু সোনা চারু বাকি বন্ধুর সহযোগিতায় বন্ধুসভার মানব লোগো তৈরি করতে হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ভিজেই স্কুলের শিক্ষার্থীরা মানব লোগো তৈরি করে।

বৃষ্টিতে ভিজেই স্কুলের শিক্ষার্থীরা মানব লোগো তৈরি করে।
বৃষ্টিতে ভিজেই স্কুলের শিক্ষার্থীরা মানব লোগো তৈরি করে।


রাজারহাট উপজেলার আরেক স্কুল চান্দামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীর মধ্যে একটি করে চারা বিতরণ করে কুড়িগ্রাম বন্ধুসভার বৃক্ষরোপণের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি মোখলেছুর রহমান। ‘একজন বন্ধু দুটি গাছ’ বৃক্ষরোপণের কর্মসূচিতে প্রত্যক্ষভাবে সহযোগিতা ও উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি সফি খান। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় দুটির প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যসহ শিক্ষক, শিক্ষার্থী, কুড়িগ্রাম বন্ধুসভার সাবেক সভাপতি হাসনা বানু হাসু, বর্তমান সভাপতি মোকলেছুর রহমান মুকুল, সহসভাপতি জাহানুর রহমান, সাধারণ সম্পাদক আসিফ ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, নারীবিষয়ক সম্পাদক নুসরাত জাহান, পরিবেশবিষয়ক সম্পাদক আসমাউল হুসনা, উপসাংগঠনিক সম্পাদক ভুবন কুমার, পাঠাগার সম্পাদক চন্দন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক সম্পাদক ইসমাইল, রাশেদা, রুমি, আসরাফুল, চারু সোনা রায়, পারুল, রুকু, বিপ্লবসহ আরও অনেকে। প্রোগ্রামটি ঘিরি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বন্ধুসভার বন্ধুদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা ছিল বিরাজমান।