এমসি কলেজ বন্ধুসভার সচেতনতামূলক সভা

এমসি কলেজ বন্ধুসভার সচেতনতামূলক সভা
এমসি কলেজ বন্ধুসভার সচেতনতামূলক সভা


সিলেট এমসি কলেজ বন্ধুসভা ৬ সেপ্টেম্বর ছোট বাচ্চাদের নিয়ে ‘আমাদের দায়িত্ববোধ, ডেঙ্গু করি প্রতিরোধ’ শীর্ষক একটি সচেতনতামূলক আলোচনাসভার আয়োজন করে।
বন্ধুসভার সভাপতি মো. ফজল আহমেদ বলেন, ‘আমাদের স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, যেসব জায়গায় এডিস মশা ডিম পাড়ে, সেসব জায়গা নির্মূল করতে হবে। সর্বোপরি সচেতনতাই আমাদের এই ভয়াবহ ডেঙ্গু থেকে মুক্তি দিতে পারে।’
বন্ধুসভার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন তপু বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। আমাদের বাড়ির আশপাশে নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে এবং দেখতে হবে কোথাও মশা বিস্তার করার মতো পানি না জমে থাকে।’
আয়োজনে উপস্থিত ছিলেন সভাপতি মো. ফজল আহমেদ, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন তপু, তানিম, ইমরান, কাজল, সিহাব, কাজী রুবেল প্রমুখ বন্ধু।

সাধারণ সম্পাদক