নাটোর বন্ধুসভার আয়োজনে বাৎসরিক বনভোজন

নাটোর বন্ধুসভার বাৎসরিক বনভোজনে বন্ধুরা।
নাটোর বন্ধুসভার বাৎসরিক বনভোজনে বন্ধুরা।


‘নাটোর বন্ধুসভার অঙ্গীকার, মিলব সবাই প্রতিবার’ স্লোগান সামনে রেখে প্রতিবারের মতো এ বছরও ভ্রমণের আয়োজন করেন নাটোর বন্ধুসভার বন্ধুরা। ভ্রমণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা ও সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা।
৬ সেপ্টেম্বর শুক্রবার মোংলা এবং সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুদের নিয়ে বাৎসরিক বনভোজন করেন নাটোর বন্ধুসভার বন্ধুরা। শুক্রবার সকাল ১০টায় নাটোর মসজিদ মার্কেটের সামনে বন্ধুরা একত্র হয়ে প্রথমে নাটোর রাজবাড়ি ভ্রমণ করেন। সেখানে পরিদর্শন শেষে বন্ধুরা চলে যান বাংলাদেশের সর্ববৃহৎ ঘড়ি দেখতে, যেখানে অবস্থিত প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাসভবনখ্যাত নাটোর উত্তরা গণভবনে। সেখানে বন্ধুরা পরিদর্শন শেষে দুপুরের খাবার গ্রহণ করেন।
দুপুরের খাবার শেষে বন্ধুরা চলে যান মিনি কক্সবাজার নাটোরের ঐতিহ্যবাহী পাটুলে। সেখানে বন্ধুরা নৌকা ভ্রমণ করেন।
নৌকাভ্রমণ শেষে বন্ধুরা সুন্দর ও সুশৃঙ্খল ভ্রমণ শেষে ফিরে আসেন নিজ বাসভবনে।
ভ্রমণ শেষে মোংলা বন্ধুসভা ও সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা নাটোর বন্ধুসভার প্রশংসা করে বলেন, ‘সুন্দর ও সুশৃঙ্খলতার এবং অতিথি আপ্যায়নে উদাহরণ হিসেবে আমরা নাটোর বন্ধুসভার বন্ধুদের স্মরণ করব। আমরা খুবই আনন্দিত। ধন্যবাদ নাটোর বন্ধুসভাকে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য।’

তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক
প্রথম আলো বন্ধুসভা, নাটোর