পাবনা বন্ধুসভার বৈঠক

পাবনা বন্ধুসভার বৈঠক
পাবনা বন্ধুসভার বৈঠক


পাবনা বন্ধুসভার সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে মাসিক মিটিং অনুষ্ঠিত হয়। এতে বন্ধুসভার পরবর্তী কর্মকাণ্ড নিয়ে আলোচনা হওয়া ছাড়াও শুদ্ধ উচ্চারণ এবং বই পড়ার নিয়মকানুন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রতি পাঠচক্রে যখন সবাই কোনো অংশ রিডিং পড়তে শুরু করে, কোথাও না কোথাও আটকে যায়, উচ্চারণে বাধা হয়। এই সব ভুলত্রুটির জন্য গল্প বা কবিতার ভাবটা পুরোপুরি উপভোগ করা যায় না। তাই পাবনা বন্ধুসভা প্রতি পাঠচক্রের দিন উচ্চারণ ও রিডিং পড়ার নিয়মকানুন নিয়ে নিয়মিত আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। গত পাঠচক্রে বই পড়ার সময় উচ্চারণের বাধা ও পড়ার মধ্যে আঞ্চলিকতার টান নিয়ে বেশ রসিকতা করা হলেও এই ত্রুটিগুলো দূর করার বিষয় নিয়ে বন্ধুরা কথা বলেন নিয়মকানুন নিয়ে কথা বলেন পাবনা বন্ধুসভার সভাপতি জুয়েল কুমার ঘোষ।
বন্ধু তোহা প্রথম আলোতে প্রকাশিত মশিউল আলমের ‘বই না পড়ার অশনিসংকেত’ পড়ে শোনান। এ ছাড়া উপস্থিত বন্ধুরা প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের প্রকাশনা তারুণ্য নিয়ে আলোচনা করেন।