ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


প্রথম আলো পবিপ্রবি পটুয়াখালী জেলার দুমকী উপজেলার অন্তর্গত ১৫ নং দুমকী দেবীরচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত শনিবার ১ম শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের আলাদা আলাদা তিনটি সেশনে ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। তাদেরকে এডিস মশা চিহ্নিতকরণ, এডিস মশার বিস্তার রোধ, ডেঙ্গু হলে কী করণীয়, ডেঙ্গুর লক্ষণসমূহ, ডেঙ্গুর প্রতিকার এবং প্রতিরোধ সম্বন্ধে জানানো হয়। শেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীদের পুরষ্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুমকী উপজেলার সহকারী শিক্ষা অফিসার, ওই স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা পবিপ্রবি ইউনিটের সভাপতি রেজাউল ইসলাম রেজা এবং হিউম্যান ভয়েসের প্রতিষ্ঠাতা মো. তরিকুল ইসলাম জয়। এ ছাড়া উপস্থিত ছিলেন বন্ধুসভার নারীবিষয়ক সম্পাদক নুসরাত হুদা আনিকা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ রনি, পাঠাগারবিষয়ক সম্পাদক আবদুস সামাদ নকীব, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সোহেল আমিন সাকিব এবং হিউম্যান ভয়েস এর সদস্য সৌরভ তরফদার, জাহিদ হোসেন শোয়েব,
রিয়া, সুজিত রয়, তানভীর হাসান, জান্নাতুল মাওয়া,
তাসফিয়া অর্পা, তুষার আহমেদ, পারভেজ বাপ্পি শিমুল, রবিউল, পিয়াস, সাগর, অজিত।