ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা


ডেঙ্গু বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা সারা দেশে নানা কর্মসূচি চালাচ্ছেন। গত বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালান।কর্মসূচিতে বন্ধুদের মধ্যে সাধারণ সম্পাদক খালিদ হাসান, নয়ন চন্দ্র দাস, মাহদী হাসান, জুবাইর হোসেন, মাহমুদুল হাসান, রাতুল কুমার বর্মণ, সাকিবুল ফারাভী, অনিক, মাহফুজুর রহমান, রানা আহমেদ, জেনউইন চাকমা, তাসনীম হোসেন, সুরুজ সরদারসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।বিশ্ববিদ্যালয় শাখার বন্ধুরা গত ২০ আগস্ট থেকে দেশের নানা জায়গায় ব্যক্তিগত ও সম্মিলিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির জন্য নানা কার্যক্রম হাতে নিয়েছেন। দিনাজপুরের বড়মাগুড়া বালুয়াচড়া প্রাথমিক বিদ্যালয়, নাটোরের চান্দাই উচ্চবিদ্যালয়, শ্রীশচন্দ্র বিদ্যানিকেতন, ব্রাহ্মণবাড়িয়ার মজলিশপুর উচ্চবিদ্যালয়, জামালপুরের বাগবাড়ী উচ্চবিদ্যালয়, রাজশাহীর মির্জাপুর হাইস্কুল অ্যান্ড কলেজ, চাঁন্দলাই-ভূষনা প্রাথমিক বিদ্যালয়, নেত্রকোনার চারিতলা প্রাথমিক বিদ্যালয়, চৌকিদার-নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়, হারুলিয়া প্রাথমিক বিদ্যালয়, শেরপুরের মাতৃছায়া আদর্শ বিদ্যানিকেতনসহ ১৪টি স্কুল ও কলেজে এসব কার্যক্রম চালিয়েছেন।
তাঁদের কাজের মধ্যে রয়েছে- ডেঙ্গুর আবাসস্থল ধ্বংস করা, প্রজননক্ষেত্র বিনষ্ট করা, লিফলেটের মাধ্যমে সচেতনতা সৃষ্টি, আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানো, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে ব্লিচিং পাউডার ছিটানো ও পরিচ্ছন্নতা কর্মসূচি। এসব কর্মসূচি সেপ্টেম্বর মাসব্যাপী চলবে।