কসবা বন্ধুসভার দুটি কর্মসূচি

কসবা বন্ধুসভার বৃক্ষ রোপণ কর্মসূচি
কসবা বন্ধুসভার বৃক্ষ রোপণ কর্মসূচি


কসবা বন্ধুসভার আয়োজনে বন্ধুদের নিয়ে উপজেলার বেশ কিছু স্থানে ফলদ ও কাঠের বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।

কসবা বন্ধুসভার বৃক্ষ রোপণ কর্মসূচি
কসবা বন্ধুসভার বৃক্ষ রোপণ কর্মসূচি


কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের একটি গ্রামের রাস্তায় ২৫০টি চারাগাছ, গুড়ুহিত দক্ষিণ পাড়া জামে মসজিদে (খাড়েরা ইউপি) ১০০টি, সোনারগাঁও জিলানিয়া সিনিয়র মাদ্রাসায় (খাড়েরা ইউপি) ১৫০টি, পুরকুইল গাউছিয়া হাবিবিয়া দরবার শরিফে (মেহারি ইউপি) ২০০টি এবং আমাদের বন্ধু সিদরাতুল মুনতাহার একক উদ্যোগে ৩৭টি ফলদগাছসহ মোট ৭৩৭টি গাছ রোপণ করা হয়েছে।
বন্ধুরা এই কার্যক্রমটি ৯ ও ১০ সেপ্টেম্বর করেন। বৃক্ষরোপণে যুক্ত ছিলেন ২৭ জন বন্ধু।

কসবা বন্ধুসভার পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচি
কসবা বন্ধুসভার পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচি


এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে কসবা বন্ধুসভা পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে গত ২৫ আগস্ট। পরে বন্ধুরা জনসাধারণের উদ্দেশে সচেতনতামূলক আলোচনা করেন।

কসবা বন্ধুসভার পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচি
কসবা বন্ধুসভার পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচি