ইস্টিশন

ভৈরব বন্ধুসভার পনের দিনব্যাপী ‘পড়ি বই, সুন্দর হই’ শিরোনামের বইপড়া কর্মসূচি দ্বিতীয় আসরটি বসে হাজী আসমত আলী এতিম বালিকা ও শিশু পরিবারে।
ভৈরব বন্ধুসভার পনের দিনব্যাপী ‘পড়ি বই, সুন্দর হই’ শিরোনামের বইপড়া কর্মসূচি দ্বিতীয় আসরটি বসে হাজী আসমত আলী এতিম বালিকা ও শিশু পরিবারে।


ভৈরব বন্ধুসভার পনের দিনব্যাপী ‘পড়ি বই, সুন্দর হই’ শিরোনামের বইপড়া কর্মসূচি দ্বিতীয় আসরটি বসে হাজী আসমত আলী এতিম বালিকা ও শিশু পরিবারে। আসরটি শুরু হয় বৃহস্পতিবার বিকেল চারটায়। দ্বিতীয় আসরের নির্বাচিত গ্রন্থ ছিল জাফর ইকবালের উপন্যাস ইস্টিশন।

ভৈরব বন্ধুসভার পনের দিনব্যাপী ‘পড়ি বই, সুন্দর হই’ শিরোনামের বইপড়া কর্মসূচি দ্বিতীয় আসরটি বসে হাজী আসমত আলী এতিম বালিকা ও শিশু পরিবারে।
ভৈরব বন্ধুসভার পনের দিনব্যাপী ‘পড়ি বই, সুন্দর হই’ শিরোনামের বইপড়া কর্মসূচি দ্বিতীয় আসরটি বসে হাজী আসমত আলী এতিম বালিকা ও শিশু পরিবারে।


জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আসরের সূচনা হয়। বন্ধু মানিক, তোরসা ও জেরিন ছিলেন মূল আলোচক। উপস্থিত ৭০ জনের মধ্যে ১৮ জন নানাভাবে গ্রন্থ আলোচনায় যুক্ত হন। আলোচনা থেকে উঠে আসে কয়েকজন মানুষের সুখ–দুঃখের বৈচিত্র্যময় জীবনধারা ইস্টিশন উপন্যাসের মূল উপজীব্য।

ভৈরব বন্ধুসভার পনের দিনব্যাপী ‘পড়ি বই, সুন্দর হই’ শিরোনামের বইপড়া কর্মসূচি দ্বিতীয় আসরটি বসে হাজী আসমত আলী এতিম বালিকা ও শিশু পরিবারে।
ভৈরব বন্ধুসভার পনের দিনব্যাপী ‘পড়ি বই, সুন্দর হই’ শিরোনামের বইপড়া কর্মসূচি দ্বিতীয় আসরটি বসে হাজী আসমত আলী এতিম বালিকা ও শিশু পরিবারে।


রেলস্টেশনে থাকা কিছু সুবিধাবঞ্চিত শিশুর জীবনসংগ্রাম, আনন্দ-বেদনার কাহিনি বর্ণনার সময় বন্ধুরা আবেগপ্রবণ হয়ে পড়েন। বিশেষ করে গ্রন্থের কেন্দ্রীয় চরিত্র জালাল পারিবারিক বঞ্চনা থেকে স্টেশনে চলে আসে। স্টেশনে জালালের সঙ্গে আরও থাকে জেবা, মায়া, মজিদ, শাহজাহান। তাদের বৈশিষ্ট্য এক ও অভিন্ন। পরিবার, আপনজন বলতে তেমন কেউ নেই। জীবনের প্রয়োজনে নানা অপরাধে জড়িয়ে পড়ে। ঝগড়া করে। আবার বেলা শেষে একজন আরেকজনের ভালো-মন্দের খোঁজখবর নেয়, একই পরিবারের সদস্যদের মতো একসঙ্গে ঘুমায়।

ভৈরব বন্ধুসভার পনের দিনব্যাপী ‘পড়ি বই, সুন্দর হই’ শিরোনামের বইপড়া কর্মসূচি দ্বিতীয় আসরটি বসে হাজী আসমত আলী এতিম বালিকা ও শিশু পরিবারে।
ভৈরব বন্ধুসভার পনের দিনব্যাপী ‘পড়ি বই, সুন্দর হই’ শিরোনামের বইপড়া কর্মসূচি দ্বিতীয় আসরটি বসে হাজী আসমত আলী এতিম বালিকা ও শিশু পরিবারে।


বইটি পড়ে মনে হয়েছে, জালাল, জেবা, মায়া, মজিদ, শাহজাহানরা যেন সুখ–দুঃখের এক পরিবার। প্রথম আলোর ভৈরব অফিসের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা বলেন, ‘পাঠচক্র আমাদের পাক্ষিক আয়োজন। পাক্ষিক আয়োজনটি চলমান। এরপরও এখন আমরা “পড়ি বই, সুন্দর হই” শিরোনামে বই পড়ার কর্মসূচি হাতে নিয়েছি।’

বন্ধুসভার উপদেষ্টা লুবনা হক পড়ুয়া একজন মানুষ। লুবনা হক বলেন, বন্ধুসভার বই পড়ার এই আন্দোলন এখন সর্বমহলে সমাদৃত।
গ্রন্থের ওপর নানা দিক নিয়ে আলোচনা করেন সভাপতি আসাদুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক আল আমিন, সহসভাপতি নাহিদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, সাহিত্য সম্পাদক ইকরাম বখশ, অনুষ্ঠানবিষয়ক সম্পাদক সানজিদা সিদ্দিকা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হুমায়রা তানশি।

আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সঠিক উত্তর দিয়ে হাজী আসমত আলী বালিকা ও এতিম শিশু পরিবারের আফরিন, সুইটি ও হাফছা কিশোর ম্যাগাজিন কিশোর আলো জিতে নেয়।

‘পড়ি বই, সুন্দর হই’ কর্মসূচি উদ্‌যাপন কমিটির সদস্য