কবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়সভার পাঠচক্রে বন্ধুরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়সভার পাঠচক্রে বন্ধুরা


রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো পাঠচক্র। পাঠচক্রের বিষয় ছিল মুনীর চৌধুরীর লেখা ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত কবর নাটকটি।

পাঠচক্রটি সঞ্চলনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাধারণ সম্পাদক খালিদ হাসান। উপস্থিত সদস্যরা ধারাবাহিকভাবে কবর বই পড়ার অবিজ্ঞতা, ভালোলাগা, প্রেরণা, বিশেষ করে অত্যাচারের মাত্রা কেমন ছিল, যুদ্ধের সময় গোপনে না স্নান করিয়েই রাতের আঁধারে গণকবর দেওয়া হতো, পাকিস্তানি বাহিনির শোষণ, ভাষার প্রতি মমত্ববোধের বিষয়গুলো তাদের বক্তব্যের মধ্যে তুলে ধরেন।

এ ছাড়া মুর্দা ফকিরকে নাটকের বিবেক বলা হয়। লেখক মুর্দা ফকিরের মাধ্যমে বাস্তবতাকে অনেকটা তুলে ধরেছেন।

আলোচকের মধ্যে বিচারকেরা দুইজনকে শ্রেষ্ঠ আলোচক হিসেবে ঘোষণা করেন, যার প্রথম স্থান অধিকার করেন গোপাল রায় এবং দ্বিতীয় স্থান অধিকার করেন বিনীতা বিশ্বাস।

পাঠচক্রে সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবাইর আহমেদ চৌধুরী, নয়ন চন্দ্র দাস, উষা আমরীন, মো. সুরুজ সরদার, তৌফিক হাসান, মো. মামুন আলী, শুভ শিকদার, নাঈম ইসফার সিরাত, মো. ওবায়দুদ রহমান, মো. সোহান জোয়ার্দার, আশিকুর রহমান (আশিক), ইমরান আজিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপসাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দীন, রুবেল আহমেদ, সাহিত্যবিষয়ক সম্পাদক ইমরান আজিম, নারীবিষয়ক সম্পাদক পাপিয়া আক্তার, বিজ্ঞানবিষয়ক সম্পাদক আবিদ হাসান, সাধারণ সম্পাদক খালিদ হাসান, সহসভাপতি মহুয়া মিতু ও সভাপতি মাজহারুল ইসলাম রকি। পাঠচক্র শেষে সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা