বরিশালে বিডিএর প্রথম বিভাগীয় নারী বিতর্ক উৎসব

গত শুক্রবার বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনেন (বিডিএ) আয়োজনে বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বিভাগীয় নারী বিতর্ক উৎসব-২০১৯।
গত শুক্রবার বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনেন (বিডিএ) আয়োজনে বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বিভাগীয় নারী বিতর্ক উৎসব-২০১৯।


গত শুক্রবার বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনেন (বিডিএ) আয়োজনে বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বিভাগীয় নারী বিতর্ক উৎসব-২০১৯। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হওয়া এই উৎসবের উদ্বোধন করেন বিডিএর উপদেষ্টা অধ্যাপক শাহ সাজেদা এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক উত্তম রয়।

গত শুক্রবার বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনেন (বিডিএ) আয়োজনে বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বিভাগীয় নারী বিতর্ক উৎসব-২০১৯।
গত শুক্রবার বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনেন (বিডিএ) আয়োজনে বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বিভাগীয় নারী বিতর্ক উৎসব-২০১৯।


এই সেশনে সভাপতিত্ব করেন বিডিএর প্রধান উপদেষ্টা আইনজীবী এস এম ইকবাল। বাংলা সংসদীয় বিতর্কের প্রদর্শনীর পরে বিতার্কিক ফাল্গুনী মজুমদার উপস্থিত শিক্ষার্থীদের বিতর্ক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। ইংরেজি এশিয়ান পার্লামেন্ট মঞ্চস্থ হওয়ার পরেই ডা. সারিকা বিতার্কিকদের পড়াশোনা, সামাজিক জীবনযাপনের ওপরে একটি সেশন পরিচালনা করেন। এরই মধ্যে চলতে থাকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিতার্কিক ফাল্গুনী মজুমদার উপস্থিত শিক্ষার্থীদের বিতর্ক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে।
বিতার্কিক ফাল্গুনী মজুমদার উপস্থিত শিক্ষার্থীদের বিতর্ক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে।


দুপুরের বিরতির পর মঞ্চায়ন হয় পেশাজীবী বিতর্ক। বিভিন্ন বিষয়ে কথা বলেন অরূপ রতন চৌধুরী, মিল্কি রেজা, পাপিয়া হাসান ও অধ্যাপক সুনীতি দেবী। শেষ বিকেলে সমাপনীতে ডিআইজি বরিশাল রেঞ্জ মো. শফিকুল ইসলাম, বিপিএম বার, পিপিএম মহোদয়ের উপস্থিতি উৎসবের পূর্ণতা এনে দেয়।

কথা বলছেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক উত্তম রয়।
কথা বলছেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক উত্তম রয়।


স্ব–স্ব ক্ষেত্রে অবদানের জন্য তিনজন নারীকে (নিটোল, অমি এবং ফারজানা) ইয়ং আইকন অ্যাওয়ার্ড প্রদান করে পুরস্কার বিতরণের সূচনা করা হয়। বিভাগের ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে এই বিশাল আয়োজনের সহযোগী ছিল প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।

গত শুক্রবার বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনেন (বিডিএ) আয়োজনে বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বিভাগীয় নারী বিতর্ক উৎসব-২০১৯।
গত শুক্রবার বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনেন (বিডিএ) আয়োজনে বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বিভাগীয় নারী বিতর্ক উৎসব-২০১৯।


বিতর্কে স্কুল পর্যায়ে এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে যুগ্মভাবে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজ ও সরকারি বি এম কলেজ অর্থনীতি বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সব শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

গত শুক্রবার বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনেন (বিডিএ) আয়োজনে বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বিভাগীয় নারী বিতর্ক উৎসব-২০১৯।
গত শুক্রবার বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনেন (বিডিএ) আয়োজনে বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বিভাগীয় নারী বিতর্ক উৎসব-২০১৯।


শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সাটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটরিয়ামে বিডিএর চেয়ারম্যান জাহিদ হাসানের সভাপতিত্বে সমাপনীতে বিশেষ অতিথি ছিলেন বিডিএর মহাসচিব মেহেদী শুভ, উপদেষ্টা দিপু হাফিজুর রহমান, বাহাউদ্দিন গোলাপ, আর্কিটেকট মীর আল-আমিন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সাটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মজিবুর রহমান ও বি এম কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আলামিন সরওয়ার।

গত শুক্রবার বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনেন (বিডিএ) আয়োজনে বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বিভাগীয় নারী বিতর্ক উৎসব-২০১৯।
গত শুক্রবার বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনেন (বিডিএ) আয়োজনে বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বিভাগীয় নারী বিতর্ক উৎসব-২০১৯।


উৎসবের শেষে কুলফিউশন ব্যান্ডের সৌজন্যে পরিবেশিত মনোমুগ্ধকর কনসার্টের আবেশে সবাই বাড়ি ফিরে যান।

মহাসচিব, বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশন (বিডিএ)