ধন্যবাদ বন্ধুসভাকে

২০ সেপ্টেম্বর প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ও ময়মনসিংহ বন্ধুসভার আয়োজনে ‘তৈরি হও এগিয়ে যাও’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ টাউন হল তারেক স্মৃতি মিলনায়তনে।
২০ সেপ্টেম্বর প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ও ময়মনসিংহ বন্ধুসভার আয়োজনে ‘তৈরি হও এগিয়ে যাও’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ টাউন হল তারেক স্মৃতি মিলনায়তনে।


প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা আমাকে শিখিয়েছে সুন্দর জীবনযাপন, ভালো একটা নাগরিকের দায়িত্ব, ইন্টারনেটের সুষ্ঠু ব্যবহার ইত্যাদি। যা আমার জীবনে একটা বড় পাওয়া, এমন একটা আলোচনা সভা ছাড়া কোনো দিনও সম্ভব হতো না, যা করেছে প্রথম আলো ময়মনসিংহ বন্ধুসভা।

প্রায় ৫০০ মানুষের সমাগমে অনুষ্ঠিত হয়েছে এ অনুষ্ঠান। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। এখানে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি দন্ত্যস রওশন, পুলক রাহা, রাজশাহী জেলা সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা আসাদ সরকার, টেলিভিশন উপস্থাপক মৌসুমী মৌ। আরও ছিলেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার সোহাগ মিয়া, ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা, কুড়িগ্রাম থেকে বন্ধুসভার দুজন সদস্য, ঢাকা মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক আরও অনেক গুণীজন।

বেঁচে থাকার অধিকারসহ বিভিন্ন প্রতিভা প্রকাশে-বিকাশে আগ্রহী করেছে এই কর্মশালা। যার যার স্বপ্নকে আরও জাগ্রত, সবার ইচ্ছা নিয়ে কথা, প্রশ্নের মাধ্যেমে বিভিন্ন উত্তর জানার সুযোগ, বিভিন্ন মহৎ মানুষের জীবনী—যা পেয়েছি এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।

ধন্যবাদ প্রথম আলো বন্ধুসভা, ধন্যবাদ ময়মনসিংহ বন্ধুসভাকে। ধন্যবাদ দন্ত্যস রওশনকে এত সুন্দর উপস্থাপনা এবং সবার স্বপ্নকে জাগিয়ে তোলার অনুপ্রেরণা দেওয়ার জন্য।
এমন একটা সময় আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠান সুন্দর করে আমাদের উপহার দেওয়ার জন্য।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ।
ভালুকা, ময়মনসিংহ।