একজন ফারুক সাহেব

রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ে শুরু হয়েছে প্রথম আলো রাজশাহী বন্ধুসভার শারদ বইমেলা। এ উপলক্ষে বইয়ের প্রতিকৃতি তৈরি করে। শিক্ষার্থীরা।
রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ে শুরু হয়েছে প্রথম আলো রাজশাহী বন্ধুসভার শারদ বইমেলা। এ উপলক্ষে বইয়ের প্রতিকৃতি তৈরি করে। শিক্ষার্থীরা।


ছবি দেখে এতটা মুগ্ধ কি হয়েছিলাম কখনো?
মনে পড়ে না। ছবিটা মোবাইল স্ক্রিনে ভেসে ওঠার পরই আমার চক্ষু স্থির হয়ে যায়।
আহা কত সুন্দর ছবি!
খানিক বাদেই রাজশাহী বন্ধুসভার সভাপতি ফারুক হোসেনকে ফোন দিই।
ফারুক লম্বা করে বলেন, স্যা আ আর।
বন্ধুসভার একমাত্র সভাপতি, যিনি আমাকে স্যার বলে ডাকেন। আমি যতই বলি, বন্ধুসভায় স্যার ডাকা নিষেধ। তিনি ততই হেসে বলেন, কী যে বলেন স্যা আ আ আর।

এই ফারুক সাহেব রাজশাহীতে বইমেলার আয়োজন করেছেন। এবার বুঝুন, আমাকে স্যার বললে আপনাকে সাহেব বলে সম্বোধন করব।
ফারুক সাহেব একজন শিক্ষক। তাঁর স্কুলেই আয়োজন করেছেন ‘রাজশাহী বন্ধুসভার শারদ বইমেলা’।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীরা দাঁড়িয়েছে এমনভাবে, সেটা মানব বই হয়ে গেছে। মনে হচ্ছে একটি খোলা বই। ‘মানব বই’ শব্দটি লিখেছেন রিপন মাহমুদ। ফেসবুক থেকে শব্দটি নিলাম। মানব বইয়ের পরিকল্পনাকারী আমাদের ফারুক সাহেব।
বইমেলা শুধু ফেব্রুয়ারি মাসে নয়, সারা বছরই হতে পারে। এ ব্যাপারে ফারুক হোসেনকে অনুসরণ করতে পারি।
রাজশাহী বন্ধুসভার সবাইকে অভিনন্দন। চমৎকার একটি বইমেলার আয়োজন করার জন্য।
আলোকচিত্রটি তুলেছেন আমাদের রাজশাহীর আলোকচিত্রশিল্পী দুখু ভাই। এই ছবি তুলে অনেকের মতো আমাকেও দুখু ভাই সুখী করলেন।

সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।