রাজশাহী বন্ধুসভার শারদ বইমেলা

রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ে শুরু হয়েছে প্রথম আলো রাজশাহী বন্ধুসভার শারদ বইমেলা। এ উপলক্ষে বইয়ের প্রতিকৃতি তৈরি করে শিক্ষার্থীরা।
রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ে শুরু হয়েছে প্রথম আলো রাজশাহী বন্ধুসভার শারদ বইমেলা। এ উপলক্ষে বইয়ের প্রতিকৃতি তৈরি করে শিক্ষার্থীরা।


ইয়াসমীন, সে বই খুঁজতে খুঁজতে বই এর গাদার নিচ থেকে বের করলো ‘একটি হলুদ নিম পাতা’। সে বইটির পাতা উল্টিয়ে উল্টিয়ে দেখতে থাকে। হঠাৎ করে বইটি তার খুব ভালোলেগে যায়। ভালোলাগাটা এমন পর্যায় পৌঁছায় যে সে তার ঈদের সালামী পাওয়া জমানো নতুন টাকা নিয়ে এসে বই কিনে নিয়ে যায়।

রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ে শুরু হয়েছে প্রথম আলো রাজশাহী বন্ধুসভার শারদ বইমেলা।
রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ে শুরু হয়েছে প্রথম আলো রাজশাহী বন্ধুসভার শারদ বইমেলা।


৮ম শ্রেণির ক শাখার ছাত্রী আদ্রিতা জামান, সে বলে স্কুলে বইমেলা হচ্ছে এতে আমরা অনেক খুশি। অনেক বই একসঙ্গে দেখতে পারছি এবং বুঝতে পারছি যে কত বই আমাদের পড়া হয়নি। এবং বুঝতে পারছি আমাদের নিজেদের অবস্থান।
সাবা সপ্তম শ্রেণিতে পড়ে, সে তার টিফিনের টাকা বাচিয়ে বই কিনেছে। সে বলে এটা আমার জীবনের প্রথম কেনা বই আমার খুব ভালো লাগছে।
শুরু হয়েছে রাজশাহী বন্ধুসভার শারদ বইমেলা।

রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ে শুরু হয়েছে প্রথম আলো রাজশাহী বন্ধুসভার শারদ বইমেলা।
রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ে শুরু হয়েছে প্রথম আলো রাজশাহী বন্ধুসভার শারদ বইমেলা।


বুধবার বিকেল ৩টা বেজে ৩০ মিনিটে রাজশাহী নগরীর লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে রাজশাহী বন্ধুসভার শারদ বইমেলার শুরু হয়।বইমেলার  উদ্বোধন করেন লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন জাফর। তিনি বলেন, বই মেলাতে অনেক বই বাছাইয়ের সুযোগ থাকে যা অন্য জায়গায় নেই। নিজেকে সমৃদ্ধ করার জন্য সবারই বেশি বেশি বই পড়া উচিত।

রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ে শুরু হয়েছে প্রথম আলো রাজশাহী বন্ধুসভার শারদ বইমেলা।
রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ে শুরু হয়েছে প্রথম আলো রাজশাহী বন্ধুসভার শারদ বইমেলা।


বইমেলাতে উপস্থিত ছিলেন রাজশাহী বন্ধুসভার সভাপতি ফারুক হোসেন, লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাজমিনা সুলতানা, নাচোল উপজেলা স্কুলের সহকারী শিক্ষক মোঃ মজিদুল ইসলা, রাজশাহী বন্ধুসভার সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বন্ধু মদীনা, সোহান, ইস্তিয়াক, মিজান, সাঈদ, তন্ময়সহ আরও অনেকে।