ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারাভিযান
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারাভিযান


শুরুর তিন দিন আগে সভা। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় ডেঙ্গুসংক্রান্ত বিষয়ে গ্রামাঞ্চলের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করা হবে।
নড়াইল বন্ধুসভা পক্ষকালব্যাপী একটি কর্মসূচি গ্রহণ করে। গত শনিবার সকালে সদর উপজেলার গোবরা পার্বতী বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ে থেকে এ কর্মসূচি শুরু হয় ।
চিত্রা নদীর তীরে স্থাপিত এ বিদ্যালয়ে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী।

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারাভিযান
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারাভিযান


সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন শেষে বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে শুরু হয় ডেঙ্গু নিয়ে সচেতনতা বিষয়ে আলোচনা।
হলভর্তি শিক্ষক-শিক্ষার্থী। ডেঙ্গুসংক্রান্ত বিষয়ে যখন একটি ভিডিও চিত্র দেখানো হয়, তখন ডেঙ্গু মশার আকৃতি এবং সাধারণ মানুষকে কীভাবে কামড়ায়, তা সবাই মনোযোগসহকারে উপভোগ করে।
অনেকেই প্রশ্ন করে, এ ধরনের রোগ থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়?

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারাভিযান
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারাভিযান


নড়াইল সদর হাসপাতালের চিকিৎসকের সহকারী ও বন্ধুসভার সদস্য মুন্না আহম্মেদ এ ব্যাপারে প্রতিকার এবং করণীয় বিষয়ে সবাইকে সম্যক ধারণা দেন।
উপস্থিত ছিলেন বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক জীবন কুন্ডু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রশীদ।
বক্তব্য দেন প্রথম আলোর জেলা প্রতিনিধি কার্তিক দাস, বন্ধুসভার তাপসী দাস, সৌরভ বিশ্বাস, মিতু খানম, বাবর মির্জা, রিয়া খানম, সাগর প্রমুখ।

জীবন কুন্ডু বলেন, ‘নড়াইলের গ্রামাঞ্চলের সাধারণ মানুষ ডেঙ্গু সম্পর্কে সচেতন নয়। এ কারণে সদর উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ সম্পর্কে সচেতনতামূলক ধারণা দেওয়ার জন্য আমাদের এ উদ্যোগ।’
এ পর্যন্ত ১২টি বিদ্যালয়ের প্রায় ১৬ হাজার শিক্ষার্থীকে ডেঙ্গুসংক্রান্ত সম্যক ধারণা দেওয়া হয়েছে।