শরতের আড্ডায় কিশোরগঞ্জ বন্ধুসভা

১ অক্টোবর মঙ্গলবার কিশোরগঞ্জ বন্ধুসভার ‘শরতের আড্ডা’ শীর্ষক অনুষ্ঠান শহরতলীর নেহাল গ্রিন পার্কে অনুষ্ঠিত হয়।
১ অক্টোবর মঙ্গলবার কিশোরগঞ্জ বন্ধুসভার ‘শরতের আড্ডা’ শীর্ষক অনুষ্ঠান শহরতলীর নেহাল গ্রিন পার্কে অনুষ্ঠিত হয়।


১ অক্টোবর মঙ্গলবার কিশোরগঞ্জ বন্ধুসভার ‘শরতের আড্ডা’ শীর্ষক অনুষ্ঠান শহরতলীর নেহাল গ্রিন পার্কে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা, মধ্যাহ্নভোজ, রঙিন জামা বিতরণ কর্মসূচি ২০১৯–এর সনদ বিতরণ, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনব্যাপী আয়োজনটি সম্পন্ন হয়।

১ অক্টোবর মঙ্গলবার কিশোরগঞ্জ বন্ধুসভার ‘শরতের আড্ডা’ শীর্ষক অনুষ্ঠান শহরতলীর নেহাল গ্রিন পার্কে অনুষ্ঠিত হয়।
১ অক্টোবর মঙ্গলবার কিশোরগঞ্জ বন্ধুসভার ‘শরতের আড্ডা’ শীর্ষক অনুষ্ঠান শহরতলীর নেহাল গ্রিন পার্কে অনুষ্ঠিত হয়।


দিনব্যাপী এ আয়োজনে প্রথম আলোর কিশোরগঞ্জ প্রতিনিধি বন্ধুসভার উপদেষ্টা তাফসিলুল আজিজের সভাপতিত্বে উপদেষ্টা ডেন্টাল সার্জন ডা. ফারুক আহমেদ, বিশেষ অতিথি জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল হক ও মোটরযান পরিদর্শক (বিআরটিএ, কিশোরগঞ্জ) মো. ফয়েজ আহম্মেদ উপস্থিত ছিলেন।

১ অক্টোবর মঙ্গলবার কিশোরগঞ্জ বন্ধুসভার ‘শরতের আড্ডা’ শীর্ষক অনুষ্ঠান শহরতলীর নেহাল গ্রিন পার্কে অনুষ্ঠিত হয়।
১ অক্টোবর মঙ্গলবার কিশোরগঞ্জ বন্ধুসভার ‘শরতের আড্ডা’ শীর্ষক অনুষ্ঠান শহরতলীর নেহাল গ্রিন পার্কে অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি বন্ধুসভার বন্ধুদের উদ্দেশে বলেন, ‘ভার্চ্যুয়াল–জগৎ আমাদের মধ্যে একধরনের অস্থিরতা তৈরি করছে, বাস্তবতার সুখ–দুঃখের অনুভূতি ভোঁতা করে দিচ্ছে। আমাদের মস্তিষ্কের ব্যবহার কম হচ্ছে, যা উদ্বেগের।’ অপর দিকে বিশেষ অতিথি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান বলেন, বই পড়তে হবে। গুগলে পড়া মানে বইয়ের লেখকের সঙ্গে ফোনে কথা বলা। আর বই পড়া মানে লেখকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করা। অতিথিদের আলোচনা মুগ্ধমনে শুনছিলেন বন্ধুসভার বন্ধুরা।

মধ্যাহ্নভোজের পর রঙিন জামা বিতরণ কর্মসূচি ২০১৯–এর সনদ বিতরণ করা হয়। এর পরই শুরু হয় অনুষ্ঠানের ২য় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে মনোমুগ্ধকর মাইম শো ‘সেলফিবাজ’ পরিবেশনা করেন বন্ধুসভার সহসভাপতি রিফাত ইসলাম। অন্যদিকে বন্ধুসভার বন্ধু আশিষ বিশ্বাসের যাদু প্রদর্শনী সবাইকে অভিভূত করে।

অনুষ্ঠানে বন্ধুসভার সভাপতি আফজাল আহমেদ, সাধারণ সম্পাদক লুৎফুন্নেছা চিনু, সহসভাপতি রিফাত ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদা সুলতানা, অর্থ সম্পাদক মাহ্‌ফুজা জামান, শিক্ষা ও পাঠাগার সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুদিপ্ত মোস্তফা, পাঠচক্র সম্পাদক তায়্যিবা আফরোজ, পরিবেশ সম্পাদক তুষার ইমরান, সাইফুল ইসলাম, শেখ মোহাম্মদ শামীম, নাঈম আজিজ, ইসরাত জাহান, আশিষ বিশ্বাস, শুভ্রা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ বন্ধুসভা