দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে জামা বিতরণ

দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে জামা বিতরণ
দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে জামা বিতরণ


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর বন্ধুসভার বন্ধুরা ৩ অক্টোবর, বৃহস্পতিবার ২৮ জন সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে রঙিন জামা বিতরণ করেন শহরের রবিদাসপল্লিতে। ২৮ জন শিশুর মধ্যে ১৪ জন ছেলে, ১৪ জন মেয়ে। শ্যামল রবিদাসের মেয়ে শ্রাবন্তী রবিদাস (৬) বলে, ‘নতুন জামা পেয়ে আমার খুব ভালো লাগছে। আমি এ জামা পরে পূজায় ঘুরে বেড়াব।’ অন্যদিকে সুজন রবিদাসের ছেলে হৃদয় রবিদাস (৫) বলে, ‘আমার বাবা আমাকে এখন জামা কিনে দিতে পারেনি। আমি এইবার এই জামা পরে বেড়াব। আমি অনেক খুশি।’

দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে জামা বিতরণ
দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে জামা বিতরণ


এদিকে নিশান রবিদাসের (১ মাস ১৭ দিন) মামি বলেন, ‘ও তো এতিম, জন্মগ্রহণের সময় ওর মা মারা যায়। আর ওর বাবা মারা যায় জন্মগ্রহণের ২ মাস আগে। আমার ক্ষমতা নেই ওকে নতুন জামা কিনে দেওয়ার। আপনারা দিলেন, তাই ও পরতে পারবে।’

অন্যদিকে পিউ রবিদাসের (৪ বছর) মা বলেন, ‘ওর বাবা রাজমিস্ত্রির কাজ করে। ওর বাবার ক্ষমতা নেই নতুন জামা কিনে দেওয়ার। নতুন জামা পেয়ে আমার মেয়ে সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে, ও অনেক খুশি। ও যেহেতু খুশি তাই আমিও খুশি। আপনারা যদি আমাদের প্রতিবার এভাবে সাহায্য করেন, তাহলে আমাদের ভালো হয়।’

জামা বিতরণের সময় বন্ধুসভার বন্ধু মাফিকুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, মানিক কুণ্ডু, সুমিত বসু, বাঁধন পাল, গোলাম রসুল, বিভাষ পাল, রুমনুল সর্দ্দার উপস্থিত ছিলেন। পূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে নতুন জামা দিতে পেরে বন্ধুসভার বন্ধুরাও অনেক খুশি।