বিতর্কের কর্মশালা, ক্লাব ও নিজেরা শেখ

প্রিয় বন্ধুরা, আগামী বন্ধু সমাবেশের আগে আমরা একটি কর্মসূচি হাতে নিতে চাই।
কর্মসূচিটি হলো: বিতর্ক কর্মশালা। আয়োজনটি হবে একটি মাধ্যমিক স্কুলে। স্কুলের অনুমতি নিয়ে সর্বোচ্চ এক ঘণ্টার একটি কর্মশালা।

১০০টি স্কুলে এটি করতে চাই। কর্মশালা শেষে ওই স্কুলগুলোতে তৈরি করতে হবে একটি করে বিতর্কের ক্লাব। যে বিতর্কের ক্লাবটি ওই স্কুলের শিক্ষার্থীরাই চালাবে। তাদের সঙ্গে থাকবেন একজন মডারেটর, স্কুলের শিক্ষক। তিনি ওই ক্লাবের দেখভাল করবেন।

প্রতিটি জেলা, উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয়েই বিতার্কিক আছেন। আমাদের বন্ধুসভাগুলোতেও বিতর্কিকেরা আছেন। তাঁদের মধ্য থেকে যোগ্য এক বা দুজন প্রশিক্ষক বাছাই করে কর্মশালায় নিতে হবে।
শুধু স্কুলে স্কুলেই কেন আমাদের নিজেদের বন্ধুসভাগুলোতেও এটা হতে পারে এক দিন নিয়মিত-অনিয়মিত সদস্যদের আমন্ত্রণ জানিয়ে। এক দিনে একটি কর্মশালা-আলোচনা হতে পারে। আমারা কেন করব বিতর্ক, বিতর্কের প্রয়োজনীয়তা কী ইত্যাদি বিষয়ে আলোচনা থাকবে। নভেম্বরের মধ্যে এটি সম্পন্ন হতে পারে।

বন্ধুসভার ই-মেইলে যা পাঠাতে হবে:
১. স্কুলের কর্মশালার ছবি অন্তত পাঁচটি।
২. বিতর্ক ক্লাবের সদস্যদের নিয়ে গ্রুপ ছবি দুটি।
৩. বন্ধুসভায় বিতর্ক বিষয়ে আলোচনার ছবি তিনটি।
৪. উপস্থিত সবার নাম দিতে হবে সংবাদে।
তাহলে বন্ধুরা শুরু হয়ে যাক প্রস্তুতি। প্রতিটি আয়োজনের ছবি, সংবাদ, স্কুলের নাম, বিতর্ক ক্লাবের সদস্যদের নাম আমরা দ্রুত প্রকাশ করব অনলাইনে।
আমাদের প্রতিনিধিরাও এ সংবাদ আঞ্চলিক সংস্করণগুলোতে প্রকাশ করতে পারেন।

সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ