জলবায়ু নিয়ে সচেতনতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

জলবায়ু নিয়ে সচেতনতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
জলবায়ু নিয়ে সচেতনতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা



পৃথিবী ও দেশের এই ভয়াবহ ক্ষতি এবং মানুষের বিলুপ্তির পথ বন্ধে আমাদের অবশ্যই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলা উচিত। সেই লক্ষ্যে আমাদের প্রিয় সংগঠন, প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজন করি সচেতনতামূলক সাইকেল শোভাযাত্রা এবং সচেতনতামূলক ক্যাম্পেইন।

জলবায়ু নিয়ে সচেতনতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
জলবায়ু নিয়ে সচেতনতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা


৩ অক্টোবর বিকেলে প্রথমে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে সবাই লাইন ধরে সাইকেল শোভাযাত্রা শুরু করি। সবার সাইকেলের সামনে একটা করে প্ল্যাকার্ড ঝুলিয়ে দেন বন্ধুসভার সভাপতি মাজহারুল ইসলাম। যেগুলোতে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান লেখা ছিল।

জলবায়ু নিয়ে সচেতনতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
জলবায়ু নিয়ে সচেতনতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা


পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাও, পৃথিবী থেকে মানুষের অস্তিত্ব বিলীন হতে দেব না, জলবায়ু পরিবর্তনে জরুরি ব্যবস্থা নিতে হবে, এখনই চাই কার্যকরী পদক্ষেপ, গাছপালা-বন ধ্বংস বন্ধ করো, নদীদূষণের প্রতিকার চাই, শব্দদূষণ বন্ধ করো, বায়ুদূষণ বন্ধ করো ইত্যাদি।

জলবায়ু নিয়ে সচেতনতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
জলবায়ু নিয়ে সচেতনতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা


শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক, ক্যাম্পাসের প্যারিস রোড, শহীদ জোহা চত্বর, শেখ রাসেল চত্বর, টুকিটাকি, সব আবাসিক হলের সামনের রাস্তা, শহীদ বুদ্ধিজীবী চত্বরসহ গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে বন্ধুরা মিলে ক্যাম্পাসের পাশের এলাকা মেহেরচণ্ডী ও বুধপাড়ায় মানুষের মধ্যে লিফলেট বিতরণ করি।

তাদের জলবায়ু পরিবর্তন কী, এর কুফল, এটি মোকাবিলা করতে সাধারণ মানুষের করণীয় সম্পর্কে জানানোর চেষ্টা করি। সবশেষে সন্ধ্যা সাড়ে সাতটায় আমরা ক্যাম্পাসে এসে এই কাজের ব্যাপারে সবার অনুভূতি শোনার চেষ্টা করি এবং সবাই রুমে ফিরে যাই।

এমন মহৎ কাজের জন্য সাধারণ মানুষ ও বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আমাদের সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কাজের উৎসাহ দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা বেশ কিছু সচেতনতামূলক কাজ করেছে এবং আরও বেশ কিছু কাজে হাত দিয়েছে, যা দ্রুত বাস্তবায়িত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা