লাল কার্ড

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লাল কার্ড
মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লাল কার্ড


সরিষাবাড়ীতে গত রোববার সকাল সাড়ে ১০টায় সৈয়দপুর বছির উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সমাবেশ করা হয়েছে। সমবেশে চার শতাধিক শিক্ষার্থী মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লাল কার্ড দেখিয়ে শপথ গ্রহণ করেন। প্রথম আলো সরিষাবাড়ী বন্ধুসভার উদ্যোগে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য দেন সৈয়দপুর বছির উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, শরীরচর্চা শিক্ষক সাজ্জাত হোসেন, প্রথম আলো সরিষাবাড়ী বন্ধুসভার মঞ্জুরুল ইসলাম, প্রথম আলো সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম, পাঠাগার সম্পাদক আতিফ আসাদ, ক্রীড়া সম্পাদক শিপন মিয়া, বন্ধু পারভেজ হোসেনসহ বন্ধুসভার বন্ধুরা।
সমাবেশ শেষে প্রথম আলো সরিষাবাড়ী বন্ধুসভার উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।
সৈয়দপুর বছির উদ্দিন উচ্চবিদ্যালয়ের দশম-শ্রেণির শিক্ষার্থী সজীব মিয়া বলে, ‘মাদক একটি মরণব্যাধি। এ থেকে রক্ষা পেতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। তাই মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লাল কার্ড দেখিয়ে শপথ নিয়েছি।’
নবম-শ্রেণির কুলসুম আক্তার বলে, ‘নিজে বাল্য বিয়ে করব না ও পাড়া–প্রতিবেশী বোনদের বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করব, সে জন্য শপথ করেছি। পরিবারের সবাইকে মাদকের ছোবল থেকে রক্ষা করব।’
অষ্টম-শ্রেণির শিক্ষার্থী সেলিম মিয়া বলে, ‘গ্রামে শিক্ষার আলো না থাকায় বাল্যবিবাহ বেশি হচ্ছে। বাল্যবিবাহের হাত থেকে সহপাঠীদের রক্ষা করব। মাদকের হাত থেকে রক্ষা পেতে পরিবারের সবাইকে সচেতন হতে হবে। তাই শপথ নিয়েছি।’