ড্যাফোডিল বন্ধুসভার 'একটি সোনালি বিকেল'

ড্যাফোডিল বন্ধুসভার ‘একটি সোনালি বিকেল’।
ড্যাফোডিল বন্ধুসভার ‘একটি সোনালি বিকেল’।


২৪ অক্টোবর সকাল থেকে আকাশ মেঘলা ছিল। থেমে থেমে কখনো ইলশেগুঁড়ি, কখনো বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মেলে। হেমন্তে আকাশের মন খারাপ দেখে চিন্তিত দেখাচ্ছিল ড্যাফোডিল বন্ধুসভার একদল বন্ধুকে। তাঁদের চিন্তার কারণ বিগত কয়েক সপ্তাহের পরিশ্রম বৃথা যায় কিনা। বৃহস্পতিবার বিকেল ৪টা। বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর ধানমন্ডি সোবহানবাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিলনায়তন ৭১–এ উপস্থিত হলেন বন্ধুরা। এরপর কিছুক্ষণের মধ্যে ভরে গেল মিলনায়তন। অধীর আগ্রহে ঘড়িতে সময় দেখছেন কেউবা। সবাই বন্ধুসভার ‘একটি সোনালি বিকেল’ অনুষ্ঠানের অতিথি।

ড্যাফোডিল বন্ধুসভার ‘একটি সোনালি বিকেল’।
ড্যাফোডিল বন্ধুসভার ‘একটি সোনালি বিকেল’।


বিকেল ৫টায় মঞ্চে এসে দর্শকদের স্বাগত জানালেন উপস্থাপকদ্বয়- ড্যাফোডিল বন্ধুসভার সভাপতি ইন্দিরা চাকমা ইন্দু ও সাধারণ সম্পাদক রাইয়ান এইচ সরকার। বন্ধুদের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হলো মূল আয়োজন।
মহাদেব সাহার ‘চিঠি দিও’ কবিতাটি আবৃত্তি করেন সাদিয়া আলম আঁচল ও তানভীর করীম। এরপর দলীয় নৃত্য পরিবেশন করেন নাজমুল হাসান হিমেল, আকলিমা হোসাইন তিথি, আফিয়া জামান প্রিয়া, ফাতেমা জুঁই ও মুন্না মনির। দ্বিতীয় পর্বে ছিল ড্যাফোডিল বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হাবিব কাজল ও সাবেক সভাপতি গাজী আনিসের জন্যে বিশেষ সম্মাননা। চলতি কমিটির সেরা পাঁচজন কর্মীকে দেওয়া হয় সম্মাননা। পুরস্কার পান জ্যোতি প্রামাণিক, আহসান মাহিম, আফিয়া জামান প্রিয়া, প্রাপ্তি চৌধুরী, মুন্না মনির।
তৃতীয় পর্বে আবৃত্তি করেন আশিকুর রহমান। ব্যান্ড সংগীত পরিবেশন করেন রহমতউল্লাহ সজল ও ‘অনিয়ম’ ব্যান্ডের সদস্যরা। অনুষ্ঠানে ছিল রম্য বিতর্ক। এতে অংশ নেন মাজহারুল হক মুহাজির, সামান্তা চৌধুরী, মাহমুদা মিম, ইমরান নয়ন, সিরাজ সরকার, নোমান হোসাইন, তানভীর করীম।

ড্যাফোডিল বন্ধুসভার ‘একটি সোনালি বিকেল’।
ড্যাফোডিল বন্ধুসভার ‘একটি সোনালি বিকেল’।


ঐতিহ্যবাহী বিভিন্ন সাজ ও মানবজীবনের বিভিন্ন চিত্রকে ধারণ করে ইলিয়াস নবী ফয়সালের পরিচালনায় র‍্যাম্প পরিবেশন করেন বন্ধুরা। এতে অংশ নেন আফিয়া জামান প্রিয়া, মিশন খান, মুন্না মনির, ফাতেমা জুঁই, মাজহারুল হক মুহাজির, হাদিউজ্জামান আরিফ, সুমা আক্তার, জ্যোতি প্রামাণিক, উম্মে হাবিবা তন্বী, মুসা আকন্দ, রামিসা, সোহান সিদ্দিকী। এ ছাড়া দর্শকদের অংশগ্রহণে ছিল বিশেষ র‍্যাম্প।

ড্যাফোডিল বন্ধুসভার ‘একটি সোনালি বিকেল’।
ড্যাফোডিল বন্ধুসভার ‘একটি সোনালি বিকেল’।


 এই পর্বটি পরিচালনা করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি দন্ত্যস রওশন। অনুষ্ঠানে উপস্থিত হন ড্যাফোডিল বন্ধুসভার বিগত বিভিন্ন কমিটির সদস্যরা। সাবেক সাধারণ সম্পাদক আল মামুন, সভাপতি আহনাফ কবির, মিশুক চৌধুরী, মিনতি চাকমা, ঋদ্ধি তাসনিম, কামরুজ্জামান জয়সহ অনেকেই। রাত ৯টা পর্যন্ত চলে সাংস্কৃতিক এই আয়োজন। প্রতিটি মুহূর্ত ফ্রেমবন্দী করেন বন্ধুরা।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেহেদী হাসান ও সোহান হোসাইন। রাত ৯টা পর্যন্ত চলে সাংস্কৃতিক এই আয়োজন।