অনুভূতি

১ নভেম্বর জয়পুরহাট বন্ধুসভার বৈঠকে বন্ধুরা।
১ নভেম্বর জয়পুরহাট বন্ধুসভার বৈঠকে বন্ধুরা।


‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো’

১ নভেম্বর জয়পুরহাট বন্ধুসভার বৈঠকে বন্ধুরা।
১ নভেম্বর জয়পুরহাট বন্ধুসভার বৈঠকে বন্ধুরা।


হ্যাঁ, বন্ধু, আপনাকে আজীবন মনে রাখব আমরা।
মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখার মতো একটা দিন কাটিয়েছি আমরা গত শুক্রবার, ১ নভেম্বর জয়পুরহাট প্রথম আলো বন্ধুসভার সব বন্ধু।
শুরুটা মান–অভিমান দিয়ে শুরু হলেও অভিমানেরা ক্রমে ক্রমে ফ্যাকাশে হতে হতে একটা সময় মিলিয়ে যায়।
অভিমান বিদায়ের পর ভালোবাসার মিলনের দোলাচলে দুলতে থাকলাম বন্ধুসভার বন্ধুরা।
আর এটা সম্ভব হয়েছে ঢাকা থেকে আগত প্রথম আলো বন্ধুসভার সহসাংগঠনিক সম্পাদক (জাতীয় পর্ষদ) সাইদুল হাসানের বদৌলতে। পেশায় তিনি শিক্ষক। চমৎকার মিষ্টিভাষী মানুষ। স্বল্প সময়ে অনায়াসে সব বন্ধুর মন কেড়েছেন তিনি।
সব তিক্ততা বিসর্জন দিয়ে মিষ্টতায় আবদ্ধ হলাম। মিষ্টিমুখ শেষে চমৎকার এক আড্ডায় মেতে উঠলাম আমরা।
তিনি সেই আড্ডার নাম দিয়েছেন ‘সন্ধ্যাবেলায় বটতলায় আনন্দ আড্ডা’ কী ছিল না সেই আড্ডায়! আবৃত্তি, বন্ধুদের আবৃত্তি, গান, কবিতা, লেখালেখি নিয়ে আলোচনা—সব মিলিয়ে দুর্দান্ত কেটেছে।
দিনটি আমার জন্য আরও স্পেশাল ছিল। কারণ, তাঁর সম্প্রতি প্রকাশিত নিজের লেখা শব্দ বুনন বইটি আমাকে উপহার দিয়েছেন। এই আনন্দঘন মুহূর্ত ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব নয়।
জয়পুরহাট বন্ধুসভার বন্ধু এবং সাহিত্য সম্পাদক পদ পেয়ে আমি ভাগ্যবতী মনে করছি। সেই সঙ্গে আমি আনন্দিত । আমার এবং আমাদের বন্ধুদের পক্ষ থেকে তাঁকে জানাই কৃতজ্ঞতাসহ আন্তরিক ধন্যবাদ।
সাহিত্য সম্পাদক, জয়পুরহাট বন্ধুসভা