এসো মাদকমুক্ত থাকি

‘এসো মাদকমুক্ত থাকি’ স্লোগানে চট্টগ্রামের ছালেহ জহুর সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ে চবি বন্ধুসভার সদস্যরা মাদকবিরোধী প্রচারণা চালান।
‘এসো মাদকমুক্ত থাকি’ স্লোগানে চট্টগ্রামের ছালেহ জহুর সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ে চবি বন্ধুসভার সদস্যরা মাদকবিরোধী প্রচারণা চালান।


‘এসো মাদকমুক্ত থাকি’ স্লোগানে চট্টগ্রামের ছালেহ জহুর সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ে চবি বন্ধুসভার সদস্যরা মাদকবিরোধী প্রচারণা চালান। এতে মাদকবিরোধী বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক টিংকু কুমার ভৌমিক, সহকারী প্রধান শিক্ষক সাধন কান্তি দাশ, আবু নাঈম, সুরাইয়া বেগম।

‘এসো মাদকমুক্ত থাকি’ স্লোগানে চট্টগ্রামের ছালেহ জহুর সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ে চবি বন্ধুসভার সদস্যরা মাদকবিরোধী প্রচারণা চালান।
‘এসো মাদকমুক্ত থাকি’ স্লোগানে চট্টগ্রামের ছালেহ জহুর সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ে চবি বন্ধুসভার সদস্যরা মাদকবিরোধী প্রচারণা চালান।


প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে মাদকের কুফল তুলে ধরে বলেন, ‘দিন দিন আমরা যত এগিয়ে যাচ্ছি, তত নতুন নতুন মাদকের আগমন ঘঠছে। এতে আসক্ত হয়ে পড়ছে কিশোর–কিশোরীরা।’
চবি বন্ধুসভার সাধারণ সম্পাদক রফিক সোবহানী তাঁর বক্তব্যে মাদকে শারীরিক ও মানসিক ক্ষতির দিক তুলে বলেন, ‘পড়ালেখার পাশাপাশি আমাদের সামাজিক কাজে মনোযোগ দিতে হবে। ভালো ভালো বই পড়তে হবে। বিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে মেধা ও মননে এগিয়ে থাকতে হবে।’ রুবাইয়া রাখীর সঞ্চালনায় এরপর শুরু হয় কুইজ প্রতিযোগিতা। এতে বিজয়ী হন মিম, জান্নাতুল, মেহেরুন, জাকিয়া, রোকশানা, রিনা, সাব্বির, রামীম,জিশান, আবরার।
মাদকবিরোধী এই অনুষ্ঠানে বন্ধুসভার পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন শরীফ, লিয়া, তিশা, প্রীতি, আযম, সোহাগী, মম, গিয়াস, শাবাহ।